বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২

শুরুতেই আলোচনায় ভারতের চমক জাগানিয়া সিদ্ধান্ত

ভারতের ইতিহাসে ১২ বছরের দীর্ঘ প্রতীক্ষার রেকর্ড গড়ে আরেকটি টেস্টে নামলেন বাঁহাতি পেসার। তবে যার জায়গায় একাদশে এসেছেন সেই কুলদীপ যাদবের বাদ পড়া মিরপুর টেস্টের শুরুতে তৈরি করেছে আলোচনা।
Jaydev Unadkat ও kuleep yadav

জয়দেব উনাদকাট সর্বশেষ যখন টেস্ট খেলেন তখনো বিরাট কোহলির টেস্ট অভিষেকই হয়নি। তখনো টেস্ট খেলেন শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণরা। এমনকি বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কেও সতীর্থ হিসেবে পেয়েছিলেন উদানকাট। ভারতের ইতিহাসে ১২ বছরের দীর্ঘ প্রতীক্ষার রেকর্ড গড়ে আরেকটি টেস্টে নামলেন বাঁহাতি পেসার। তবে যার জায়গায় একাদশে এসেছেন সেই কুলদীপ যাদবের বাদ পড়া মিরপুর টেস্টের শুরুতে তৈরি করেছে আলোচনা।

চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটারদের বিস্তর ভুগিয়েছিলেন বাঁহাতি রিষ্ট স্পিনার কুলদীপ। দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। অথচ তাকেই কিনা একাদশে রাখেনি ভারত। মিরপুরের উইকেটে সাধারণত স্পিনাররা পান বাড়তি সুবিধা। ম্যাচ লম্বা হওয়ার সঙ্গে টার্ন ও উঁচু-নিচু বাউন্সের দেখা মিলে। এমন উইকেটে ভারত বিশেষজ্ঞ দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও আকসার প্যাটেলের উপর আস্থা রেখেছে।

এই টেস্টে সুযোগ পেয়ে ৩১ পেরুনো উনাদকাট উঠেছেন রেকর্ড বইয়ের পাতায়। অভিষেকের পর আরেকটি টেস্ট খেলতে সবচেয়ে অপেক্ষায় থাকা ভারতীয় ক্রিকেটার এখন তিনি। এক যুগের অপেক্ষায় উনাদকাট মিস করেছেন ১১৮ টেস্ট।

সব মিলিয়ে দুই টেস্টের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট মিস করার রেকর্ড ইংলিশ স্পিনার গ্যারেথ ব্যাটির। মজার কথা হলো সেই রেকর্ডটিও বাংলাদেশের বিপক্ষে। ২০০৫ সালে চেস্টার লি স্ট্রিটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার পর আরেকটি টেস্ট খেলার সুযোগ ব্যাটি পেয়েছিলেন ২০১৬। সেটিও বাংলাদেশের বিপক্ষে, চট্টগ্রামে। এর মাঝে ইংল্যান্ড খেলে ফেলেছিল ১৪২টি টেস্ট।

ভারতের এই চমক জাগানিয়া সিদ্ধান্ত ভালো কি মন্দ তা ম্যাচ গড়ালে আরও টের পাওয়া যাবে। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই ওপেনার পেস বলের বিপক্ষে ভুগেছেন। শূন্য রানেই জীবন পেয়েছেন জাকির হাসান। কয়েকবার এজড হয়েও ফাঁকায় বল পড়ায় রক্ষা পেয়েছেন নাজমুল হোসেন শান্তও। তবে তাও উইকেটে পেসারদের জন্য বিশাল কোন মুভমেন্টের দেখা মিলেনি। বরং অশ্বিন বল করতে এসেই পেয়েছেন বাড়তি বাউন্স ও টার্নের দেখা।

উনাদকাট অবশ্য নিজের চতুর্থ ওভারেই পেয়েছেন উইকেটের দেখা। বাড়তি বাউন্সে বারবার ভোগাচ্ছিলেন জাকির-শান্তকে। তেমন একটি বলে কাবু আগের ম্যাচে সেঞ্চুরিয়ান জাকির। আচমকা লাফানো বল জাকিরের গ্লাভসে লেগে আশ্রয় নেয় স্লিপে। অভিষেকের পর প্রথম টেস্ট উইকেট পেতে ১২ বছর লাগল উনানকাটের। দীর্ঘ প্রতীক্ষিত টেস্ট উইকেটের রেকর্ডও হয়ে গেল তার। 

Comments

The Daily Star  | English

High Temperature Days: Barring miracle, record of 76yrs breaks today

At least 23 days of this month were heatwave days, which equals the record set in 2019 for the entire year.

11h ago