আনুশকা লৌহমানবী, ক্রিকেট ইতিহাসে সেরা হয়ে থাকবে কোহলি: শোয়েব

shoaib akhtar virat kohli and anushka sharma

১০১৯ দিনের খরার পর আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির সেঞ্চুরি পাওয়ায় ভীষণ উচ্ছ্বসিত পাকিস্তানের শোয়েব আখতার। সাবেক গতিময় এই তারকা মনে করেন কোহলিকে ক্রিকেট ইতিহাসের সেরা হিসেবে মনে রাখবে মানুষ। আর তার তারকার সাফল্যের পেছনে স্ত্রী বলিউড তারকা আনুশকা  শর্মার বড় অবদান দেখেন তিনি। তাকে আখ্যা দিয়েছেন 'লৌহমানবী' হিসেবে।

গত বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬১ বলে ১২২ রান করেন কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পান প্রথম সেঞ্চুরি। সব মিলিয়ে ৭১তম সেঞ্চুরি। তবে ৭০ আর ৭১তম সেঞ্চুরির মাঝে ১ হাজার ১৯ দিনের বিরতি কোহলিকে ফেলেছিল চরম দুঃসময়ে।

উল্লেখযোগ্য রান করলেও সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না। পরে টি-টোয়েন্টিতেও হারিয়ে ফেলেন ছন্দ। গত বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়ে দেন, ওয়ানডে নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। টেস্টের অধিনায়কত্বও ছাড়েন কোহলি। প্রভাবশালী থেকে অনেকটা একা হয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে ফের রাজকীয় ভঙিমায় হাজির হলেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে কোহলির ছন্দে ফেরা নিয়ে প্রথমেই আনুশকাকে অভিনন্দন জানান শোয়েব,  'বিরাট কোহলি পুরস্কার বিতরণী আয়োজনে বলেছে তার সবচেয়ে খারাপ অবস্থা দেখেছে আনুশকা, প্রেরণা দিয়েছে, সাহস দিয়েছে। কোহলি তার স্ত্রীকে নিয়ে বলেছে। আনুশকাকে অভিনন্দন। আসলেই দারুণ। তুমি একজন লৌহমানবী, সে (বিরাট) একজন একজন লৌহমানব। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে একজন নারী থাকে।  '

ক্রিকেট ইতিহাসে প্রথম ১০০ মাইল গতিতে বল করা শোয়েব মনে করেন ক্যারিয়ার শেষে কোহলিকে মানুষ ইতিহাস সেরা হিসেবেই মনে রাখবে,  'বিরাট কোহলি দারুণ মনোবলের মানুষ, তোমাকে অভিনন্দন। ছুটে যাও। মানুষ হিসেবেও তুমি খুব ভালো। তুমি বরাবরই সত্যের পক্ষে। এজন্যই তোমার সঙ্গে খারাপ কিছু হয়নি। ক্রিকেট ইতিহাসের সবসময়ের সেরা খেলোয়াড় হিসেবে তোমাকে মনে রাখবে সবাই।'

'পাকিস্তানেও তোমার ভক্ত আছে বিরাট। তারা সবাই তোমাকে উৎসাহ দিয়েছে, যেন তুমি মাঠে গিয়ে অনেক অনেক সেঞ্চুরি পাও। তুমি, তোমার স্ত্রী, মা সবাইকে শুভকামনা। এখন উদযাপনের সময়।'

৩৩ পেরুনো কোহলি তিন সংস্করণ চালিয়ে যাবেন কিনা তা নিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভাবা উচিত মনে করেন শোয়েব,  'বিশ্বকাপের পর সে ভাবতে পারে এই সংস্করণ ছেড়ে দেবে কিনা। তবে এই মুহূর্তে আরও ২৯টা সেঞ্চুরির জন্য ভাবা উচিত তার।'

Comments

The Daily Star  | English

Leaked audio reveals Hasina ordered lethal force in deadly crackdown: BBC investigation

In the audio, Hasina is heard saying she authorised security forces to "use lethal weapons" against demonstrators

3h ago