‘বাংলাদেশকে নিয়ে কেউ কিছু বললে আমি নিতে পারি না’

লঙ্কানদের সঙ্গে হেরে বিদায় নেওয়ার পর সমালোচনায় বিদ্ধ হন সুজনই। দ্য ডেইলি স্টারের অনুষ্ঠানে এসে তিনি ব্যাখ্যা দিলেন তার সেই কথার।
Khaled mahmud sujon
ছবি: স্টার

'সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশের কোন বিশ্বমানের বোলার নেই।' এমন মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তার জবাব দিতে গিয়ে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, শ্রীলঙ্কার কোন বোলারই দেখেন না তিনি।  লঙ্কানদের সঙ্গে হেরে বিদায় নেওয়ার পর সমালোচনায় বিদ্ধ হন সুজনই। দ্য ডেইলি স্টারের অনুষ্ঠানে এসে তিনি ব্যাখ্যা দিলেন তার সেই কথার।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানদের কাছে হারার পর বাংলাদেশকে রশিদ খানদের  তুলনায় সহজ প্রতিপক্ষ বলেছিলেন শানাকা। সাকিব ও মোস্তাফিজ ছাড়া বিশ্বমানের বোলার না থাকার কথা বলায় তৈরি হয় আলোচনা, সমালোচনা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে নামার আগে শ্রীলঙ্কার কোন তেমন কোন বোলারই নেই বলে কথা লড়াইয়ে উত্তাপ ছড়ান সুজন। মাঠের লড়াইয়ে পরদিন  বাংলাদেশে লঙ্কানদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। অন্যদিকে সুপার ফোরে সব ম্যাচ জিতে ফাইনালে চলে যায় শ্রীলঙ্কা। নিজেদের প্রমাণ করতে না পারার হতাশায় ডুবে বাংলাদেশ দল। 

রোববার ডেইলি স্টার অফিসে  নন স্টাইকার্স এন্ড অনুষ্ঠানে হাজির হয়ে সুজনের আক্ষেপ তার অর্ধেক কথা প্রচার করা হয়েছে। তিনি যা বলেছিলেন তা নিজের দল ও দেশের প্রতি ভালোবাসা থেকেই, 'আমার প্রেস কনফারেন্স সবাই দেখেছি কিনা জানি না। আমি বলেছিলাম শ্রীলঙ্কা সব সময় সমীহ করার মতো দল।'

'ওদের অধিনায়ক যেটা বলেছে আফগানিস্তানের তুলনায় বাংলাদেশ দুর্বল প্রতিপক্ষ, আমরা এটাতে একমত। প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম হয়তবা এই সংস্করণে আফগানিস্তান আমাদের থেকে ভালো দল। যেটা আমি মেনেছিলাম।'

'কিন্তু দাসুনের কথা আমাদের একদম ভাল লাগেনি। বলেছিল আমাদের কেবল দুইটা বিশ্বমানের বোলার আছে। তাকে বলতে চেয়েছিলাম, "তোমার নিজের দিকে দেখা উচিত, ওই মানের বোলার তো তোমার নাই।" তারা দল হিসেবে খেলেছে, ভালো খেলেছে। ভুলে গেলে চলবে মুশফিক কত রান করেছে তাদের সঙ্গে। এটা কথার লড়াই ছিল না, মাইন্ড গেম।'

সাবেক এই অধিনায়কের বলেন, লঙ্কান অধিনায়কের কথা গায়ে লেগেছিল তার। বাংলাদেশকে কেউ দুর্বল বললে সেই জবাব দেওয়া দরকার মনে করেছেন তিনি,  'বাঙালি হিসেবে আমি মনে করি আমার দেশের বিপক্ষে কেউ যখন কিছু বলবে আমি নিতে পারি না। দাসুনের এটা বলার পাঁচদিন পর আমি বলেছি। পাঁচদিন এটা আমার মাথায় ছিল। আমি কোন সহজভাবে নিতে পারিনি না কথাটা। অবশ্যই আমার দেশকে কেউ খারাপ বলবে, দুর্বল বলবে আমার এটা লাগা স্বাভাবিক। আমি তো বাঙালি, আমার তো বাঙালির রক্ত আছেই। ও ওর দেশের জন্য লড়ে, আমিও লড়ি। আমি হয়ত খেলি না। কিন্তু আমার জায়গা থেকে আমাকে লড়তে হয়।'

নিজের আগের কথাকে সমর্থন করে এখনো তিনি মনে করেন সাকিব ও মোস্তাফিজের মাপের রোল মডেল শ্রীলঙ্কা দলে নেই,  'বাংলাদেশকে নিয়ে কেউ কিছু বললে আমার কাছে স্পর্শকাতর লাগে। আমি প্রতিক্রিয়া দেখিয়েছি। আসলেই সাকিব আর মোস্তাফিজ যেরকম আন্তর্জাতিক রোল মডেল, সেরকম রোল মডেল ওদের দলে নাই। আসলেও তো ছিল না ওদের দলে।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago