পেশির চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত 

Najmul Hossain Shanto

আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে পেশিতে টান পড়েছে নাজমুল হোসেন শান্তর। এতে করে পুরো টুর্নামেন্টে ছিটকে গেছেন ছন্দে থাকা ব্যাটার। 

সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানিয়েছে ছন্দে থাকা এই বাঁহাতি ব্যাটারকে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে পাঠানো হচ্ছে। চলমান এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দলের সর্বোচ্চ ৮৯ রান করার পর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১০৪ রান করেন শান্ত। ছন্দে থাকা এই ব্যাটারকে সুপার ফোর রাউন্ডের আগে হারানো তাই দলের জন্য বিরাট ধাক্কা। 

লাহোরের প্রচণ্ড গরমে ১০৫ বলে ১০৪ রানের ইনিংস খেলার সময়েই পেশিতে টান পড়ে শান্তর। তবে দলের প্রয়োজনে ব্যাটিং চালিয়ে যান তিনি। কিন্তু ফিল্ডিংয়ে মাঠে ছিলেন না। পরদিন সোমবার করা হয় এমআরআই স্ক্যান। তাতে বেরিয়ে আসে খারাপ খবর।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, 'সে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ের ব্যথায় ভুগছিল, পরে ফিল্ডিং করেনি। আমরা তার এমআরএই করে দেখেছি তাতে কিছু সমস্যা আছে। যে কারণে এই টুর্নামেন্টে সে আর খেলতে পারবে না। দেশে ফিরে সে পুনর্বাসন করে বিশ্বকাপের জন্য প্রস্তুত হবে।' 

আগামীকাল পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ খেলবে বাংলাদেশ। এবার এশিয়া কাপের শুরুটা বেশ বাজে হয় বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৬৪ রানে গুটিয়ে হারতে হয় ৫ উইকেটে। দলের বাকিদের ব্যর্থতার মাঝে ৮৯ রান করে অবদান রেখেছিলেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে দলের রানের চাকায় গতি দেন তিনি। করেন ১০৫ বলে ১০৪ রান। চলতি বছর সব সংস্করণ মিলিয়ে এক হাজারের বেশি রান করা শান্তকে এশিয়া কাপের বাকি অংশে ভীষণ দরকার ছিল বাংলাদেশের। 

 

Comments

The Daily Star  | English

4 injured in clashes during NCP rally in Bogura

The incident occurred around 4:30pm near the Titu Auditorium in Bogura town during a programme organised by the NCP

1h ago