বৃষ্টি বিলম্বের পর টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
বৃষ্টিতে দুই ঘণ্টারও বেশি সময় পর শুরু হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কার অলিখিত সেমি-ফাইনাল। তাতে টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস হারলেও অখুশি নন দাসুন শানাকা। লঙ্কান অধিনায়ক টস জিতলে আগে বোলিংই নিতেন।
বৃহস্পতিবার কলম্বোতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দল উঠবে ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। আর কোন কারণে ম্যাচ পরিত্যক্ত হলে শ্রেয়তর রানরেটে ফাইনালে যাবে শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময় অনুযায়ী খেলা শুরুর কথা ছিল বিকেল সাড়ে তিনটায়। কিন্তু বৃষ্টি বাগড়ায় তা পিছিয়ে যায় অনেকটা। বিকেল সাড়ে ৫টায় টস হয়েছে।
লম্বা সময় নষ্ট হওয়ায় ওভারও কাটা যাচ্ছে। ম্যাচ হবে ৪৫ ওভারের। প্রথম পাওয়ার প্লে থাকবে ৯ ওভারের, পরের পাওয়ার প্লে ২৭ এবং শেষ পাওয়ার প্লেও ৯ ওভারের। পাঁচ বোলার সর্বোচ্চ ৯ ওভার বল করতে পারবেন।
মহা গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশ বরাবরের মতো আগের দিনই জানিয়েছিল পাকিস্তান। তাতে পাঁচ বদল আনে তারা। চোটে পড়ায় বাধ্য হয়ে হারিস রউফ ও নাসিম শাহর বদলে খেলাতে হচ্ছে জামান খান ও মোহাম্মদ ওয়াসিমকে। তবে ঘোষিত দলেও আরও দুই বদল আনতে হয়েছে ম্যাচের আগে। ইমাম উল হকের বদলে ব্যাট করতে নামেন ফখর জামান। যাকে আগের রাতে বাদ দেওয়া হয়েছিল। জানা গেছে ইমাম কিছুটা অসুস্থ। তার জায়গায় আসা মোহাম্মদ হারিস খেলবেন মিডল অর্ডারে। আগা সালমানের বদলে সাউদ শাকিলকে নেওয়া হলেও তিনি জ্বরে পড়েছেন। তাই একাদশে এসেছেন আব্দুল্লাহ শফিক। তিনি ওপেন করছেন।
পাকিস্তানের একাদশ: মোহাম্মদ হারিস, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, জামান খান।
একাদশে বদল এনেছে শ্রীলঙ্কাও। দিমুথ করুনারত্নের বদলে একাদশে এসেছেন কুশল পেরেরা। কাসুন রাজিতার বদলে খেলানো হচ্ছে প্রমুদ মাধুশানকে।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশানকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিত ওয়েলালাগে, মাহেশ থিকসেনা, প্রমোদ মাধুশান, মাথিশা পাথিরানা।
Comments