বৃষ্টি শঙ্কায় তৃতীয় ওয়ানডে
গত কয়েক দিন থেকেই সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন। মাঝেমধ্যেই আসছে বৃষ্টি। মেঘের সঙ্গে সূর্যের লুকোচুরি চলছে। বাংলাদেশ-আয়ারল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচের আগেও কয়েক দফা এলো বৃষ্টি। শঙ্কা রয়েছে ম্যাচের সময়ও হানা দেওয়ার। ফলে দ্বিতীয় ওয়ানডের মতো এই ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা থাকছেই।
বৃহস্পতিবার ভোর হতেই সিলেটে মুষলধারে বৃষ্টি। চলে আধা ঘণ্টার মতো। এরপর থামলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল অনেকক্ষণ। তবে সকাল ৯টার আগে আকাশ পরিষ্কার। এরপর বেলা ১১টার দিকে আরেক পশলা হালকা বৃষ্টি। মিনিট পাঁচেক ভিজিয়ে দেয় সিলেটের মাঠ। পরে আবার আসে দুপুর ১টার দিকে। তবে স্বস্তির কথা এবারও বৃষ্টি থামে মিনিট দশেক পরই।
এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ওয়ানডে ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় পেলেও বৃষ্টির কারণে ভেস্তে যায় দ্বিতীয় ওয়ানডে। ফলে তৃতীয় ওয়ানডে ম্যাচেই হচ্ছে সিরিজের ফয়সালা।
Comments