ডিএলএস মেথডে যে লক্ষ্য তাড়া করতে হবে আয়ারল্যান্ডকে

বাংলাদেশের ইনিংসের ৪ বল আগেই বৃষ্টিতে থেমে গিয়েছিল খেলা। সেই বৃষ্টির প্রভাব দূর করে অবশেষে শুরু হচ্ছে খেলা। তবে ডিএলএস মেথডে আয়ারল্যান্ডের ইনিংসের ১২ ওভার কাটা পড়েছে।
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে জিততে আয়ারল্যান্ডকে ৮ ওভারে ১০৪ রান করতে হবে। এর আগে ১৯.২ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২০৭ রান করেছিল বাংলাদেশ।
দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করে বড় পুঁজি পায় বাংলাদেশ। কাট অফ টাইম অনুযায়ী সাড়ে তিনটায় বাংলাদেশের ইনিংস শেষ হয়ে ৩টা ৪৫ মিনিটে আয়ারল্যান্ডের ব্যাট করতে নামার কথা। দেড় ঘণ্টার বৃষ্টিতে বদলে যায় সব হিসাব। আবার ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ৪০ মিনিটে। ৩০ মিনিটের মধ্যে শেষ করতে হবে বাকি ৮ ওভার। কমপক্ষে ৫ ওভার খেলা না হলে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাবে।
বৃষ্টি বিঘ্নিত দিনে আগে ব্যাটিং পেয়ে ঝলক দেখান রনি তালুকদার আর লিটন দাস। পাওয়ার প্লেতে দুজন মিলে তুলেন ৮১ রান। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড।বাংলাদেশের ২০৭ রানের মধ্যে রনি করেন ৩৮ বলে করেন ৬৭। লিটন ২৩ বলে খেলেন ৪৭ রানের ইনিংস।
Comments