বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

লিটন এখন বাংলাদেশ দলের মূল ব্যাটসম্যান: রনি

রনি মনে করেন কেবল ওপেনিং নয়, সব মিলিয়ে লিটনই বাংলাদেশের মূল ব্যাটসম্যান।
Rony Talukdar & Litton Das
ছবি: ফিরোজ আহমেদ

'সঙ্গী বদল হওয়ায়, পারফরম্যান্স হয়ে গেছে।' টি-টোয়েন্টিতে ওপেনিং জুটির ঝলক প্রসঙ্গে আগের দিন বলেছিলেন লিটন দাস। রনি তালুকদারের সঙ্গে ব্যাট করে মজা পাচ্ছেন বলেও জানিয়েছিলেন তিনি। এবার রনিও তার ওপেনিং সঙ্গীর প্রশংসায় মাতলেন। রনি মনে করেন কেবল ওপেনিং নয়, সব মিলিয়ে লিটনই বাংলাদেশের মূল ব্যাটসম্যান।

গত বছর সব সংস্করণ মিলিয়ে সারা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল লিটনের। বাংলাদেশের রেকর্ড রান তো বটেই। চলতি বছরও বহাল আছে তার সাফল্যের ধারা। ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে সবশেষ ৬ ইনিংসের চারটাতেই ফিফটি পেরিয়েছেন লিটন। গত ম্যাচে মাত্র ১৮ বলে ফিফটি করে দেশের দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন তিনি।

রনির সঙ্গে তার জুটি যে বেশ জমে উঠেছে পরিসংখ্যানই দেয় প্রমাণ।  পাঁচ ইনিংস ওপেন করে  ৬৩.৮০ গড় আর ওভারপ্রতি ১০.৬৩ রানরেটে ৩১৯ রান আনেন লিটন-রনি।  ২০২১ সাল থেকে এই পর্যন্ত ১৮টি ভিন্ন জুটির মধ্যে রনি-লিটনই রান, গড়, ওভারপ্রতি রানরেটে সবার সেরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৬ ওভারে রনি-লিটন করেন ৮১ রান। পাওয়ার প্লেতে যা বাংলাদেশের রেকর্ড। ৪৩ বলের জুটিতে তারা আনেন ৯১ রান। পরের ম্যাচে ৪৩ বলে স্পর্শ করেন একশো। টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের দ্রুততম দলীয় পুঁজি। তাদের জুটিতে আসে রেকর্ড ১২৪ রান।

তাতে অগ্রণী ভূমিকা ছিল লিটনের। বৃহস্পতিবার বিশ্রামের দিনে টিম হোটেলে সতীর্থ লিটনকে নিয়ে প্রশংসায় মাতেন রনি,  'ও (লিটন) এখন বাংলাদেশ দলের মূল ব্যাটসম্যান আমি মনে করি। ওর সাথে ব্যাটিং করতে পারা সত্যি অনেক আনন্দের ব্যাপার। আমরা সবসময় চেষ্টা করি, স্ট্রাইক রোটেট করার। ওর সঙ্গে ব্যাটিং করলে মনে হবে না যে কীভাবে রান হয়ে যাচ্ছে৷ ব্যাটিং দেখলে মনে হয় যে ব্যাটিং দেখেই যাই। দেখে অনেক কিছু শেখারও আছে।'

Rony Talukdar
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

লিটনের সঙ্গে ব্যাট করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রানের চাপ না থাকা। দুই প্রান্তেই যখন রানের চাকা থাকে সচল তখন খেলা হয়ে যায় সহজ। যেকোনো একজনকে বাড়তি  ঝুঁকির চিন্তায় যেতে হয় না। রনি মনে করেন এটাই সবচেয়ে সুবিধার,  'দেখেন এই জিনিসটা প্রতিটা ব্যাটসম্যানেরই একই উত্তর থাকবে। আমিও চাই, আমার খেলার প্যাটার্ন যখন অ্যাগ্রেসিভ খেলি, আমার পার্টনারও যেন একই রকম খেলে। খেলতে পারে। এটা দুইজনের জন্যই সহজ হয়ে যায়। তখন একটা লম্বা ইনিংস খেলার জন্য.. খুবই জরুরি আমি মনে করি। এইজন্য লিটন ওর সঙ্গে ব্যাটিং করতে পারা... বললাম না কখন রান স্কোরবোর্ডে যে হচ্ছে বোঝায় যায় না।'

বাউন্ডারি, ওভার বাউন্ডারির পাশাপাশি ডট বল কম খেলাও বাংলাদেশকে গড়ে দিয়েছে বড় রানের ভিত। প্রথম ম্যাচে ১৭ ও পরের ম্যাচে কেবল ২৩টি ডট বল এসেছে বাংলাদেশের পুরো ইনিংস। আগে যেখানে প্রতি ম্যাচে ৪৫ থেকে ৫৫টি পর্যন্ত ডটবল অহরহ খেলতে দেখা যেত। রনি জানান, অভিপ্রায় ঠিক থাকায় ডট বলের চাপ তৈরি হয়নি,  'টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে, আপনি যদি স্ট্রাইক রোটেট করে খেলতে পারেন ব্যাটসম্যানের দিক থেকে প্রেশার রিলিজ হয়ে যায়। তো আমরা ওটাই  চেষ্টা করছিলাম যে আমরা প্রতি বলেই রান নিবো। যদি ইন্টেন্ট পজিটিভ থাকে, তাহলে আপনি এটা কর‍তে পারবেন। আমরাও চেষ্টা করছিলাম, সেই জিনিসটা করার।'

Comments

The Daily Star  | English
Sheikh Hasina's Sylhet rally on December 20

Hasina likely to kick off AL campaign with Sylhet rally on Dec 20: Quader

Prime Minister Sheikh Hasina, also the president of the ruling Awami League, will formally kick off the election campaign of the ruling party from a rally in Sylhet likely to be held on December 20.

3h ago