বিপিএলে শেষ দুই ম্যাচ খেলবেন না তামিম

Azam Khan & Tamim Iqbal

পিঠ ও কুঁচকিতে পুরনো দুই সমস্যা নিয়ে এবার বিপিএল খেলেছিলেন তামিম ইকবাল। তার দল খুলনা টাইগার্স প্লে অফের আগে বাদ পড়ায় শেষ ম্যাচগুলো খেলে আর ঝুঁকি বাড়াচ্ছেন না তিনি।

খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন, পিঠের চোটের কারণে তামিমকে আগেভাগেই ছেড়ে দিয়েছেন তারা। আসন্ন ইংল্যান্ড সিরিজ সামনে রেখে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে দেওয়া হচ্ছে বিশ্রাম।

আগামী ৮ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও ১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে নিয়মরক্ষার শেষ দুই ম্যাচ খেলবে খুলনা। ম্যাচগুলোতে দলের সবচেয়ে বড় তারকা তামিমকে পাওয়া যাবে না।

বিসিবি প্রধান চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের নতুন কোনো সমস্যা তৈরি হয়নি। আগের চোটগুলো যাতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য সতর্কতার অংশ হিসেবে বিশ্রামে রাখা হচ্ছে তাকে, 'যদি কোনো মাইলস্টোন না থাকে, তাহলে তাকে শেষ দুই ম্যাচ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলাম আমরা। আশা করি, বিশ্রাম নিলে সে পুরো ঠিক হয়ে যাবে।'

কুঁচকির চোটের কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সবশেষ সিরিজ খেলতে পারেননি তামিম। আগামী ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে এই সিরিজে ফিট তামিমকেই পাওয়ার আশা বিসিবির।

এবার বিপিএল গড়পড়তা কেটেছে তামিমের। তার দল খুলনার অবস্থা ছিল বেহাল। ১০ ম্যাচ খেলে তারা জিততে পেরেছে স্রেফ দুটিতে। প্লে অফের দৌড় থেকেও বাদ পড়েছে বেশ আগেই।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

2h ago