বিপিএল

রেকর্ড গড়ে ঢাকাকে গুঁড়িয়ে প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত বরিশালের

Tamim Iqbal

টুর্নামেন্টে টিকে থাকতে ঢাকা ক্যাপিটালসের যেটুকু সম্ভাবনা ছিলো এই ম্যাচের আগেই তা শেষ হয়ে যায়। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার খবর জেনে নেমে যেন খেলার কোন উদ্দীপনাই পেল না তারা। চরম ব্যাটিং ব্যর্থতায় একশোর আগেই গুটিয়ে যায় তারা। সহজ জয়ে প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলা নিশ্চিত হয়ে গেছে ফরচুন বরিশালের।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল জিতেছে ৯ উইকেটে। আগে ব্যাট করে মাত্র ৭৩ রানে শেষ হয় ঢাকার ইনিংস। মোহাম্মদ নবি ৯ রানে ৩ ও তানবির ইসলাম ২ রানে পান ৩ উইকেট। মামুলি লক্ষ্যে কেবল তাওহিদ হৃদয়ের উইকেট হারিয়ে জিতে যায় বরিশাল। ম্যাচ শেষ করে দেয় মাত্র ৬.৩ ওভারে। বিপিএলে রান তাড়ায় সবচেয়ে কম বল খেলে জেতার রেকর্ড এটিই। এর আগে ২০১৭ সালে সিলেট স্ট্রাইকার্সকে হারাতে ৭.৫ ওভার ব্যাট করতে হয়েছিলো ঢাকা ডায়নামাইটসের। 

৭৪ রানের লক্ষ্যে নেমে তৃতীয় ওভারে ফিরে যান হৃদয়। রান খরায় থাকা জাতীয় দলের ব্যাটার এই ম্যাচেও হন ব্যর্থ। এবার থামেন ৯ বলে ১৫ রানে। পরে দাবিদ মালানের সঙ্গে দ্রুত ম্যাচ শেষ করেন তামিম ইকবাল। ১৬ বলে ৫ চার, ২ ছক্কায় ৩৭ করে অপরাজিত থাকেন মালান। ১৪ বলে ২১ করেন তামিম।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ঢাকা। পাওয়ার প্লের ভেতর তারা হারিয়ে ফেলে টপ অর্ডারের তিন ব্যাটার লিটন দাস, রিয়াজ হাসান ও তানজিদ হাসানকে। এই ধাক্কা আর সামাল দিতে পারেনি দলটি। একের পর এক উইকেট পতনে ক্রমশ তলিয়ে যায় তারা। লিটন ১০, থিসারা ১৫ ও রনসফোর্ড বিটন ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

ঢাকা ও বরিশালের লিগ পর্বে আরও একটি করে ম্যাচ বাকি। তবে দুই দলেরই গতিপথ ঠিক হয়ে যাওয়ায় তা স্রেফ নিয়মরক্ষার।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

41m ago