বিপিএল

রাতে দুবাইতে খেলে সকালে ঢাকায় হাজির রাসেল-হোল্ডাররা

গত রাতে আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছিলেন ক্যারিবিয়ান দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার। দলের বিদায়ে ওই ম্যাচ খেলে সকালেই তারা হাজির হয়ে গেছেন ঢাকায়। রাসেল খেলবেন রংপুর রাইডার্সের হয়ে, হোল্ডারকে দেখা যাবে খুলনা টাইগার্সে।

রাসেলের পাশাপাশি অস্ট্রেলিয়ান টিম ডেভিড ও ইংলিশ ব্যাটার জেমস ভিন্সকে দলে এনেছে রংপুর রাইডার্স। ডেভিড ও ভিন্স গালফ জায়ান্টসের হয়ে খেলেছেন একই আসরে। তাদের খেলা শেষ হয়েছে ১ ফেব্রুয়ারি। হোল্ডারের পাশাপাশি আরেক ক্যারিবিয়ান বিস্ফোরক ব্যাটার শেমরন হেটমায়ারকে দলে নিয়েছে খুলনা টাইগার্স। আইএল টি-টোয়েন্টিতে হেটমায়ার খেলেছেন গালফ জায়ান্টসের। 

সোমবার এলিমিনেটরে খুলনা টাইগার্সের মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স। এই পাঁচ তারকাকেই দেখা যাবে দুই দলের হয়ে খেলতে।

এবার প্লে অফ থেকে একাধিক বড় তারকা পাওয়ার কথা জানিয়েছিল রংপুর। আইএল টি-টোয়েন্টির ফাঁকে যাকেই পাওয়া যাবে নিয়ে আশার চেষ্টা চালাচ্ছিলো তারা। 

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি আসরে আবুধাবি নাইট রাইডার্স প্লে অফে উঠতে না পারায় রাসেলের মতন মেগাস্টারকে পেয়ে গেছে তারা। গালফ জায়ান্টসও সেরা চারে জায়গা না পাওয়ায় ডেভিড, ভিন্সকেও নিতে পেরেছে দলটি। সুযোগ নিয়ে খুলনাও হোল্ডার, হেটমায়ারের মতন টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের স্কোয়াডে নিয়েছে। 

রংপুর ডেভিড ওয়ার্নারের সঙ্গেও কথা বলে রেখেছিলো। কিন্তু দুবাই ক্যাপিটালস প্লে অফ নিশ্চিত করায় ওয়ার্নারকে পায়নি তারা। 

বিপিএলে শুরুর দিকে দারুণ ছন্দে থাকা রংপুর টানা আট ম্যাচ জিতে নিশ্চিত করে প্লে অফ। পরে তারা হেরে যায় টানা চার ম্যাচ। তাতে প্রথম কোয়ালিফায়ারের বদলে তাদের খেলতে হচ্ছে এলিমিনিটর ম্যাচ। খুলনার পথ চলা আবার ভিন্ন। লিগ পর্বের শেষ দুই ম্যাচ দলটির জন্য ছিলো বাঁচামরার। ওই দুই ম্যাচ জিতে প্লে অফে উঠে এখন বড় তারকা ভিড়িয়ে শিরোপার স্বপ্ন দেখছে মেহেদী হাসান মিরাজের দল। 

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago