টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানভীরের অভিষেক

Toss
ছবি: ফিরোজ আহমেদ

চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে সবগুলো ম্যাচই টস হেরেছিল ইংল্যান্ড। বাংলাদেশে এসেও ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে টানা পাঁচ টস হারে তারা। অবশেষে টস ভাগ্য পক্ষে এলো জস বাটলারের। সিরিজের একদম শেষ ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পর হোয়াইটওয়াশের মিশনে একাদশে দুটি বদল এনেছে স্বাগতিকরা। নাসুম আহমেদের বদলে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে আগের ম্যাচে সিরিজ নিশ্চিত করে ফেলে সাকিব আল হাসানের দল।

এই ম্যাচে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বাদ পাচ্ছেন তানভীর। এবার বিপিএলে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে আলো কাড়েন তিনি। টি-টোয়েন্টি স্কোয়াডে আসার পর তৃতীয় ম্যাচে এসে একাদশে জায়গা পেলেন এই বাঁহাতি। এছাড়া আফিফ হোসেনের জায়গায় একাদশে এসেছেন শামীম হোসেন পাটোয়ারি।  শেষ ম্যাচের একাদশে কোন বদল আনেনি ইংল্যান্ড। অর্থাৎ দুই পেসার রিস টপলি ও মার্ক উডকে বাইরে রেখে বাকিদের নিয়ে খেলতে নেমেছে তারা।

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারানোর পর মিরপুরে এসে বাংলাদেশ জয় পায় ৪ উইকেটে। এই ম্যাচ জিততে আয়ারল্যান্ডের পর টি-টোয়েন্টিতে কোন প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারানোর নজির গড়বে লাল সবুজের প্রতিনিধিরা। 

বাংলাদেশের একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানভীর ইসলাম।

ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, ফিল সল্ট, ডাভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, রেহান আহমদ, আদিল রশিদ, জোফরা আর্চার।

Comments

The Daily Star  | English

Trump gives Mexico 90-day tariff reprieve as deadline for higher duties looms

Approximately 85% of Mexican exports comply with the rules of origin outlined in the USMCA

29m ago