আশা করছি আমি কাতারে থাকব: রামোস

রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর গত মৌসুমটা ভালো কাটেনি সের্জিও রামোসের। অনেকটা সময় ছিলেন মাঠের বাইরেও। তবে চলতি মৌসুমে দারুণ খেলছেন তিনি। এরমধ্যেই পিএসজির অপরিহার্য সদস্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন নিজেকে। তাতে কাতার বিশ্বকাপে স্পেন দলে থাকবেন বলে আশা করছেন এ স্প্যানিশ ডিফেন্ডার।
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর গত মৌসুমটা ভালো কাটেনি সের্জিও রামোসের। অনেকটা সময় ছিলেন মাঠের বাইরেও। তবে চলতি মৌসুমে দারুণ খেলছেন তিনি। এরমধ্যেই পিএসজির অপরিহার্য সদস্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন নিজেকে। তাতে কাতার বিশ্বকাপে স্পেন দলে থাকবেন বলে আশা করছেন এ স্প্যানিশ ডিফেন্ডার।

স্পেনের হয়ে সবশেষ গত বছরের মার্চে কসভোর বিপক্ষে খেলেছিলেন রামোস। এরপর দেড় বছরের বেশি সময়ে আর ডাক মিলেনি। এরমধ্যে অবশ্য লম্বা সময় ইনজুরির কারণে ছিলেন মাঠের বাইরে। ফিরলেও তাকে আর ডাকেননি কোচ লুইস এনরিকে। তবে এ মৌসুমে ছন্দ ফিরে পাওয়ায় জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তার।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্তাসের বিপক্ষে লড়াইয়ে নামার আগে রামোস বলেন, 'গত বছরটা অনেক কঠিন গিয়েছে কারণ আমার অনেক সমস্যা ছিল। একই সঙ্গে জীবনের প্রায় পুরো অংশ রিয়াল মাদ্রিদে কাটিয়ে দেওয়ার পর আমাকে অন্য একটি ক্লাবে মানিয়ে নিতে হয়েছিল।'

'যদিও আমার পুরো ক্যারিয়ারে আমি খুব কম ইনজুরিতে পড়েছি। তবে কোনো সময়েই আমি ভাবিনি এটা শেষ। এমন কিছু চ্যালেঞ্জ আছে যা জীবন আমাদের উপহার দেয় এবং এমন কিছু থাকে যা আমাদের বেঁচে থাকার মানে বুঝিয়ে দেয়, তা হল প্রচেষ্টা, ব্যক্তিত্ব এবং অধ্যবসায়। আমার আবার ভালো বোধ করছি,' যোগ করেন রামোস।

স্পেন দলে ফিরে আসার পুরো বিষয়টা যে কোচের উপর নির্ভর করছে তা ভালো করেই জানেন রামোস, 'আমি প্রস্তুত কিন্তু শেষ পর্যন্ত এটা আমার উপর নির্ভর করে না বরং নির্ভর করে (স্পেন কোচ) লুইস এনরিকের উপর, যাকে আমি অনেক সম্মান করি। জাতীয় দলে ফিরে এই বিশ্বকাপে খেলার প্রতিজ্ঞা আছে। আশা করছি কাতারে থাকতে পারব।'

রামোসকে বিশ্বকাপ দলে দেখতে চান তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিও। স্পেন দলে ফিরতে পারেন কি-না জানতে চাইলে বলেন, 'নিঃসন্দেহে তার (রামোস) যে গুণ আছে তার জন্যই বিশ্বকাপে যাওয়া উচিত। তিনি বিশ্বের সেরা সেন্টার ব্যাকদের একজন।'

তবে যার হাতে সব নির্ভর করছে সেই এনরিকেও রামোসের ফিরে আসার বিষয়টি উড়িয়ে দেননি। কিছু দিন রামোস ও সেলতা ভিগোর ফরোয়ার্ড ইয়াগো আসপাস সম্পর্কে বলেছিলেন, 'এই খেলোয়াড়রা জাতীয় দলে ছিলেন এবং তারা সব সময় দলে ফিরতে পারেন। এতে কোন সন্দেহ নেই।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago