বিশ্বকাপের জন্য কোস্টারিকার দল ঘোষণা

কাতার বিশ্বকাপে ৩২তম দল হিসেবে সবার শেষে কোয়ালিফাই করেছিল কোস্টারিকা। তবে বিশ্বকাপের জন্য দল ঘোষণা বেশ আগেভাগেই করে ফেলেছে তারা। শুক্রবার ২০০২ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে দলটি।

কোস্টারিকার আগে কেবল মাত্র একটি দেশই ঘোষণা করেছে বিশ্বকাপের দল। সেটাও তাদের গ্রুপের দল জাপান। বিশ্বকাপ শুরুর ১৫ দিন আগে সংবাদ সম্মেলন করে এদিন কোস্টারিকার দল ঘোষণা করেন ম্যানেজার লুইস ফার্নান্দো সুয়ারেজ। তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র সদস্য মিডফিল্ডার সেলসো বোর্হেস।

তবে, কোস্টারিকার এ স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই অনভিজ্ঞ। এরমধ্যে ১১ জন এর আগে ১০টিরও কম ম্যাচ খেলেছেন।

আগামী ১৮ নভেম্বর বিশ্বকাপের উদ্দেশ্যে কাতারে পা রাখবে কোস্টারিকা। ২৩ নভেম্বর তাদের প্রথম প্রতিপক্ষ স্পেন। এরপর ২৭ নভেম্বর জাপান ও ১ ডিসেম্বর জার্মানির বিপক্ষে খেলবে দলটি।

কোস্টারিকার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:

কেইলর নাভাস (পিএসজি), এস্তেবান আলভারাডো (হেরেডিয়ানো), প্যাট্রিক সিকুইরা (ক্লাব দেপোর্তিভো লুগো)

ডিফেন্ডার:

ফ্রান্সিসকো ক্যালভো (কনিয়াস্পোর), জুয়ান পাবলো ভার্গাস (মিলোনারিওস), কেন্ডাল ওয়াস্টন (সাপ্রিসা), অস্কার ডুয়ার্টে (আল-ওয়েহদা), ড্যানিয়েল চ্যাকন (কলোরাডো র‌্যাপিডস), কিশার ফুলার (হেরেডিয়ানো), কার্লোস মার্টিনেজ (সান কার্লোস), ব্রায়ান ওভিয়েডো (রিয়েল সল্ট লেক), রোনাল্ড মাটাররিটা (সিনসিনাটি)

মিডফিল্ডার:

ইয়েলটসিন টেজেডা (হেরেডিয়ানো), সেলসো বোর্হেস (আলাজুয়েলেন্স), ইউস্টিন সালাস (সাপ্রিসা), রোয়ান উইলসন (গ্রেসিয়া), গেরসন টরেস (হেরেডিয়ানো), ডগলাস লোপেজ (হেরেডিয়ানো), জুইসন বেনেট (সান্ডারল্যান্ড), আলভারো জামোরা (সাপ্রিসা), অ্যান্টনি হার্নান্দেজ (পুন্টারেনাস), ব্র্যান্ডন আগুইলেরা (নটিংহাম ফরেস্ট), ব্রায়ান রুইজ (আলাজুয়েলেন্স)

ফরোয়ার্ড:

জোয়েল ক্যাম্পবেল (লিঁও), অ্যান্টনি কন্টেরাস (হেরেডিয়ানো), জোহান ভেনেগাস (আলাজুয়েলেন্স)।

Comments

The Daily Star  | English

Consensus commission: Fresh caretaker models on the table now

The National Consensus Commission, BNP, and Bangladesh Jamaat-e-Islami have each proposed separate methods for appointing the chief adviser to caretaker government.

8h ago