কাতারে বিশ্বকাপ ভুল সিদ্ধান্ত, বললেন সাবেক ফিফা সভাপতি ব্লাটার

সময় বাকি আর মাত্র ১২ দিন। এর পরই কাতারে পর্দা উঠতে যাচ্ছে এবারের ফিফা বিশ্বকাপের আসর। শুরু থেকেই নানা বিতর্ক কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে। সময় ঘনিয়ে আসার পরও বিতর্ক থেমে নেই। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে নিয়মিত সংবাদ শিরোনাম হচ্ছে দেশটি। এরমধ্যেই সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার বললেন, কাতার বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়াটাই ছিল ভুল।

২০১০ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশ টপকে বিশ্বকাপের আয়োজক হিসাবে নির্বাচিত হয় কাতার। তখন থেকেই নানা আলোচনা-সমালোচনা। দুর্নীতির বিষয়টি উঠে আসে শুরু থেকেই। অভিযোগে অন্তর্ভুক্ত হন খোদ ব্লাটারও। ১৭ বছর সংস্থাটির প্রেসিডেন্ট থাকার পর নিষেধাজ্ঞার মুখেও পড়েন তিনি। যদিও গত জুনে সুইস আদালত তাকে জালিয়াতির অভিযোগ থেকে অব্যাহতি দেয়। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন প্রসিকিউটররা।

কাতারকে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয়ে ভুল ছিল জানিয়ে সম্প্রতি সুইস সংবাদপত্র টেজেস আনজেইগারের সঙ্গে আলাপকালে ব্লাটার বলেছেন, 'এটি একটি দেশ হিসেবে খুবই ছোট। (তবে) ফুটবল এবং বিশ্বকাপ এরচেয়ে অনেক বড়।'

তবে এর আগেও একই কথা বলেছিলেন ব্লাটার। দেশটির গরম আবহাওয়া ও কন্ডিশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। যে কারণে পরে আয়োজক নির্ণয়ের মানদণ্ড সংশোধন করে ফিফা। সামাজিক বিবেচনা এবং মানবাধিকারের বিষয়টি বিবেচনায় নেওয়া হয় বর্তমানে।

এদিকে, কাতারে মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমের দাবি, প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে বিশ্বকাপের অবকাঠামো নির্মাণ আর উন্নয়নে। এছাড়া সমকামীদের বিষয়ে কাতারের অবস্থান নিয়ে প্রতিবাদে মুখর বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়া তো এ নিয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিশেষ জার্সি তৈরি করেছে ডেনমার্ক।

আগামী ২০ নভেম্বর থেকে পর্দা উঠতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। এবারের আসর জুরিখে নিজের বাড়িতে বসে দেখবেন বলে জানান ব্লাটার।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

21h ago