মদ্রিচকে নিয়েই ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল
লুকা মদ্রিচের অসাধারণ নৈপুণ্যেই রাশিয়ায় বিশ্বকাপের ফাইনালে খেলতে পেরেছিল ক্রোয়েশিয়া। কাতারেও তার কাছ থেকে এমন কিছুরই প্রত্যাশা করছে দলটি। আসন্ন বিশ্বকাপের দলেও রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের এ মিডফিল্ডারকে। দলটির নেতৃত্বও দিবেন তিনি।
বুধবার কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ জ্লাতকো ডালিচ। মদ্রিচ ছাড়াও এ দলে কাঙ্ক্ষিতভাবে মাতেও কোভাচিচ, মার্সেলো ব্রোজোভিচ এবং ইভান পেরিসিচের মতো খেলোয়াড়রা।
গত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা ক্রোয়েশিয়া অবশ্য গত চার বছরে বেশ কিছু কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গিয়েছেন ড্যানিয়েল সুবাসিচ, ইভান রাকিতিচ এবং মারিও মান্দজুকিচদের মতো খেলোয়াড়রা।
আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। তবে ক্রোয়েশিয়া নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৪ নভেম্বর। প্রতিপক্ষ মরক্কো। গত বিশ্বকাপের রানার্স আপদের গ্রুপে আরও রয়েছে বেলজিয়াম ও কানাডা।
ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ (ডাউনামো জাগরেব), ইভো গ্রবিচ (অ্যাতলেতিকো মাদ্রিদ), ইভিকা ইভুসিচ (ওসিজেক)
ডিফেন্ডার: জোসিপ স্ট্যানিসিচ (বায়ার্ন মিউনিখ), বোর্না সোসা (স্টুটগার্ট), জোসকো গারদিওল (লাইপজিগ), দেজান লোভরেন (জেনিট), বোর্না বারিসিচ (রেঞ্জার্স), ডোমাগোজ ভিদা (অ্যাথেন্স), জোসিপ জুরানোভিচ (সেল্টিক), মার্টিন এরলিক (সাসুওলো), জোসিপ সুতালো (ডায়নামো জাগরেব)
মিডফিল্ডার: লুকা মড্রিচ (রিয়াল মাদ্রিদ), মাতেও কোভাচিচ (চেলসি), মার্সেলো ব্রোজোভিচ (ইন্টার মিলান), মারিও প্যাসালিচ (আতালান্তা), নিকোলা ভ্লাসিচ (তোরিনো), ক্রিস্তিয়ান জ্যাকিচ (অ্যাইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), লোভরো মাজার (রেনেঁ), লুকা সুসিচ (সলজবার্গ)
ফরোয়ার্ড: ইভান পেরিসিচ (টটেনহ্যাম), আন্দ্রেজ ক্রামারিচ (হফেনহেইম), মার্কো লিভাজা (হাইদুক স্প্লিট), ব্রুনো পেটকোভিচ (ডায়নামো জাগরেব), মিসলাভ ওরসিক (ডায়নামো জাগরেব), আন্তে বুদিমির (ওসাসুনা)।
Comments