চোটগ্রস্ত মিত্রোভিচকে নিয়েই সার্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোড়ালির চোট থেকে এখনও সেরে ওঠেননি তারকা স্ট্রাইকার আলেক্সান্দার মিত্রোভিচ। তবে তাকে নিয়েই কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে সার্বিয়া।
শুক্রবার রাতে ফুটবলের মহাযজ্ঞের জন্য ২৬ সদস্যের দল দিয়েছেন সার্বিয়ান কোচ দ্রাগান স্টোইকোভিচ। ফুলহ্যামের মিত্রোভিচের পাশাপাশি স্কোয়াডে রাখা হয়েছে জুভেন্তাসের স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ ও ফিওরেন্তিনার স্ট্রাইকার লুকা জোভিচকে।
২৮ বছর বয়সী মিত্রোভিচ সার্বিয়ার ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের পক্ষে ৭৬ ম্যাচে ৫০ গোল রয়েছে তার নামের পাশে। তাই চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও তাকে বাদ দেওয়ার পথে হাঁটেননি স্টোইকোভিচ।
বিশ্বমঞ্চে সার্বিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করবেন আয়াক্স আমস্টারডামের দুসান তাদিচ। মিডফিল্ডকে নেতৃত্ব দিবেন লাৎসিওর সার্গেই মিলিনকোভিচ-স্যাভিচ। প্রেদ্রাগ রাইকোভিচ স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক হলেও তোরিনোর ভানিয়া মিলিনকোভিচ-স্যাভিচের বিশ্বকাপে গোলপোস্ট সামলানোর সম্ভাবনা জোরালো।
আগামী ২৪ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সার্বরা। 'জি' গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
সার্বিয়া বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: মার্কো দিমিত্রোভিচ, প্রেদ্রাগ রাইকোভিচ, ভানিয়া মিলিনকোভিচ-স্যাভিচ;
ডিফেন্ডার: স্তেফান মিত্রোভিচ, নিকোলা মিলেনকোভিচ, স্ত্রাহিনিয়া পাভলোভিচ, মিলোস ভেলিকোভিচ, ফিলিপ ম্লাদেনোভিচ, স্ত্রাহিনিয়া এরাকোভিচ, স্রদিয়ান বাবিচ;
মিডফিল্ডার: নেমানিয়া গুদলেই, সার্গেই মিলিনকোভিচ-স্যাভিচ, সাসা লুকিচ, মার্কো গ্রুজিচ, ফিলিপ কস্তিচ, নেমানিয়া মাকসিমোভিচ, উরোস রাচিচ, ইভান ইলিচ, আন্দ্রিয়া জিভকোভিচ, দার্কো লাজোভিচ;
ফরোয়ার্ড: দুসান তাদিচ, আলেক্সান্দার মিত্রোভিচ, দুসান ভ্লাহোভিচ, ফিলিপ দুরিচিচ, লুকা জোভিচ, নেমানিয়া রাদোনিচ।
Comments