মরক্কোর বিশ্বকাপ দলে জিয়েশ

সাবেক কোচ ভাহিদ হ্যালিলহোজিচের সঙ্গে ঝগড়া করে জাতীয় দল থেকে অবসরই নিয়ে ফেলেছিলেন হাকিম জিয়েশ। তবে ওয়ালিদ রেগরাগুই মরক্কোর কোচ নিযুক্ত হওয়ার পর ফিরেছিলেন দলে। সে ধারায় এবার বিশ্বকাপ স্কোয়াডেও আছেন এ চেলসি তারকা।

সোমবার কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন ওয়ালিদ রেগরাগুই। জিয়েশের সঙ্গে এ দলে প্রত্যাশিতভাবেই আছেন পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি। মূলত এ দুই তারকা ফুটবলারের দিকেই তাকিয়ে থাকবে মরক্কো।

দলে সবচেয়ে বড় অনুপস্থিত মুনির এল হাদ্দাদি। মূলত ইনজুরির কারণে বিশ্বকাপ দলে নেই সাবেক এ বার্সেলোনা ফরোয়ার্ড। এছাড়া আল-ইত্তেহাদের অভিজ্ঞ ফরোয়ার্ড আবদেররাজাক হামদাল্লাহকেও বিবেচনা করেননি রেগরাগুই ।

আগামী ২৩ নভেম্বর গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে মরক্কোর বিশ্বকাপ মিশন। এরপর ২৭ নভেম্বর বেলজিয়াম ও ১ ডিসেম্বর কানাডার বিপক্ষে লড়বে দলটি। 

মরক্কোর বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ইয়াসিন বুনো (সেভিয়া), মুনির মোহাম্মদি (আল ওয়েহদা মক্কা), আহমেদ রেদা তাগনাউতি (ওয়াইদাদ কাসাব্লাঙ্কা);

ডিফেন্ডার: আশরাফ হাকিমি (পিএসজি), নৌসাইর মাজরাউই (বায়ার্ন মিউনিখ), নায়েফ আগুয়ের্ড (ওয়েস্টহ্যাম), বদর বেনুন (কাতার এসসি), রোমেন সাইস (বেসিকতাস), ইয়াহিয়া আত্তিয়াত আল্লাহ (ওয়াইদাদ কাসাব্লাঙ্কা), জাওয়াদ এল ইয়ামিক (ভায়াদলিদ), আশরাফ দারি (ব্রেস্ত);

মিডফিল্ডার: সোফিয়ান আমরাবাত (ফিওরেন্তিনা), আবদেলহামিদ সাবিরি (সাম্পদোরিয়া), সেলিম আমাল্লাহ (স্ট্যান্ডার্ড লিজ), আজজেদিন ওনাহি (অ্যাজার), বিলাল এল খানৌস (জেঙ্ক), ইয়াহিয়া জাবরেন (ওয়াইদা ক্যাসাব্লাঙ্কা);

ফরোয়ার্ড: হাকিম জিয়েশ (চেলসি), আমিনে হারিত (মার্সেই), আবদেসামাদ ইজ্জালজৌলি (ওসাসুনা), জাকারিয়া আবুখলাল (টুলুস এফসি), সোফিয়ান বোফাল (অ্যাজার), ইলিয়াস চেয়ার (কুইন্স পার্ক রেঞ্জার্স), ইউসেফ এন-নেসিরি (সেভিয়া), ওয়ালিদ চেদিরা (বারি), আবদেররাজাক হামেদ আল্লাহ (ইত্তিহাদ এফসি)।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

2h ago