ব্রাজিল-আর্জেন্টিনার 'কালো বিদ্যা'র মুখোমুখি হতে তৈরি ইংল্যান্ড

গত এক-দুই বছরের ফুটবলের বিবেচনায় এবার কাতার বিশ্বকাপের অন্যতম প্রধান দাবীদার ব্রাজিল ও আর্জেন্টিনা। ইউরোপিয়ান ফুটবলের দাপটে এ দুটি দল কিছুটা ভিন্ন ধারার ফুটবল উপহার দিয়ে থাকে। যা ইংলিশ ফুটবলার ম্যাসন মাউন্টের চোখে অনেকটা 'কালো বিদ্যা'র মতো। তবে ইংল্যান্ড এসবের মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানালেন মাউন্ট।

এই কালো বিদ্যা বলতে অবশ্য মেসি, নেইমার বা দি মারিয়াদের শৈল্পিক 'প্লে অ্যাকটিং'কে বুঝিয়েছেন মাউন্ট। মাঠে এই সকল দলের খেলোয়াড়দের বল নিয়ে জাদুকরী কিছু ভিন্ন কারিকুরি করতে দেখা যায়। আবার ল্যাতিন আমেরিকার কলম্বিয়া-ইকুয়েডরদের মতো কিছু দল প্রচুর ফাউল করেও খেলে। যা ভোগান্তিতে ফেলে দেয় ইউরোপিয়ানদের। এবার এ সব কিছু মোকাবেলায় প্রস্তুত ইংলিশরা!

বিশ্বকাপে এবার দারুণ একটি দল নিয়ে যাচ্ছে ইংল্যান্ডও। হ্যারি কেইন, ফিল ফোডেন, বুকোয়া সাকাদের দলটি এবার ভালো কিছু করতে পারে বলেই বিশ্বাস করেন ফুটবল বোদ্ধারা। সব শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্টও দলটি। টাই-ব্রেকারে ভাগ্য সঙ্গে থাকলে হতে পারতো চ্যাম্পিয়নও। কিন্তু সাম্প্রতিক সময়ে ল্যাতিন দলগুলোর বিপক্ষে তেমন পরীক্ষার সম্মুখীন হয়নি তারা। ঘুড়িয়ে ফিরিয়ে খেলেছে ইউরোপেই।

তারপরও নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না মাউন্ট, 'বিগত বছরগুলোতে যে দলগুলো ভালো করেছে, ফ্রান্স ও ব্রাজিল। আমি মনে করি এ দুটি দল যারা বেশ শক্তিশালী। আমাদের প্রীতি ম্যাচে এবং ইউরোতে এবং অন্যান্য যে ম্যাচ খেলি তাতে আমরা ব্রাজিল, আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মতো দলগুলো বিপক্ষে খেলার অভিজ্ঞতা পাই না। এই দলগুলো বল ছাড়াও দারুণ খেলে, কালো বিদ্যার মতো, বিশেষ করে বড় ম্যাচে এই ধরনের দলগুলোর বিপক্ষে প্রস্তুত থাকতে হবে।'

বিশ্বকাপের গত আসরে নকআউট পর্বের শুরুতেই কলোম্বিয়ার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সে ম্যাচে প্রচুর ভুগতে হয়েছিল তাদের। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর টাই-ব্রেকারে কোনো মতে জয় পায় তারা। মাউন্টের ভাষায়, '২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে খেলেছে (ইংল্যান্ড) এবং আমি এটা দেখেছি এবং এটি একটি কঠিন ম্যাচ ছিল। এই ম্যাচগুলোর জন্য আমরা প্রস্তুত এবং আমরা এখন পর্যন্ত প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। আমাদের সামনে তিনটি কঠিন কঠিন গ্রুপ ম্যাচ রয়েছে শুরুতে।'

তবে প্রতিপক্ষ নিয়ে ভাবার আগে সবসময় নিজের শক্তির দিকে ফোকাস রাখতে চান এ চেলসি মিডফিল্ডার, 'এই সব ম্যাচগুলোতে আপনাকে অবশ্যই কি আসতে যাচ্ছে তা নিয়ে অনুসন্ধান করতে হবে। যেটা আমি বলতে চাই আমাদের এ ধরণের ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই তবে আমাদের খুব সতর্ক থাকতে হবে। তবে প্রথমত এবং সবসময় আমাদের নিজেদের নিয়ে চিন্তা করতে হবে। আমরা কীভাবে পারফর্ম করি এবং দল হিসেবে আমরা কী করতে চাই।'

Comments

The Daily Star  | English

At least 204 bodies recovered from plane crash site: police

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

4h ago