মাশরাফির ভাবনায় আজকের ম্যাচ (২১ নভেম্বর)

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।

কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।

মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।

ইংল্যান্ড-ইরান

এই ম্যাচে আমি ইংল্যান্ডকেই এগিয়ে রাখব। এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট তারা। গত ইউরোতে ওরা ফাইনাল খেলেছে। ইরান এশিয়ান পরাশক্তি। তবে ব্যবধানটাও স্পষ্ট। ইংলিশরাই জিতবে মনে হচ্ছে।

সেনেগাল-নেদারল্যান্ডস

সাদিও মানের না থাকা বড় ধাক্কা সেনেগালের জন্য। ও থাকলে ভালো একটা লড়াই আশা করতে পারতাম। তারপরও সেনেগাল ভালো দল। কিন্তু আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসই জিতবে। এমনকি ডমিনেট করেই জেতার কথা।

যুক্তরাষ্ট্র-ওয়েলস

গ্যারেথ বেলের ওয়েলস। যুক্তরাষ্ট্রও কিন্তু ভালো দল। ওদের কি জানি একজন খেলোয়াড় আছে পুলিসিক। ওর মনে হয় ইনজুরি? ফিট হলে ভালো হয়। আমার মনে হয় এখানে জিতবে আমেরিকা। ওয়েলস পারবে বলে মনে হয় না।

Comments

The Daily Star  | English

Iran launches fresh wave of attacks on Israel: state TV

"New round of Honest Promise 3 attacks," state television reported, referring to the name of the Iranian military operation against Israel

21m ago