চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না: মাশরাফি
নিজেদের ফুটবল ইতিহাসে স্মরণীয় এক জয় পেয়েছে অদম্য সৌদি আরব। বিরাট অঘটনের জন্ম দিয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ধরাশায়ী করেছে তারা। ফলে কাতার বিশ্বকাপে ফেভারিট লিওনেল মেসিদের শুরুটা হয়েছে একদম বাজে। আলবিসেলেস্তেদের হারে দলটির অন্যান্য ভক্ত-সমর্থকদের মতো দুঃখ ছুঁয়ে গেছে মাশরাফি বিন মর্তুজাকে। তবে ক্রিকেটে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়কের মতে, চাপে থাকলে আর্জেন্টিনা কখনোই ভালো ফুটবল খেলে না।
মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে আসরের 'সি' গ্রুপের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় সৌদি আরব। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পাঁচ মিনিটের ব্যবধানে তাদের পক্ষে লক্ষ্যভেদ করেন সালেহ আল শেহরি ও সালেম আল দাওসারি। ফলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় তারা। এর আগে প্রথমার্ধে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছিলেন অধিনায়ক মেসি।
বিরতির আগে আর্জেন্টিনার তিনটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। কিন্তু বিরতির পর সেই ঝাঁজ দেখা যায়নি তাদের আক্রমণভাগে। মেসি থেকে শুরু করে লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজরা কেউই পারেননি দলের অপ্রত্যাশিত হার ঠেকাতে।
ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মাশরাফি। তা তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য, 'আর্জেন্টিনাকে সমর্থন করা সব সময় ঝুঁকি। কিন্তু কিছুই করার নেই। এই দলটাকেই সমর্থন করে যেতে হবে। আবার হয়তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে। এটা নতুন কিছু না। তবে ওদের রক্ষণ আবারও একবার বাজেভাবে প্রকাশিত হলো। খেলায় অঘটন ঘটে এটা সত্য। তবে সৌদির সঙ্গে ড্রয়ের চেয়ে খারাপ আশা করা যায় না। আর আর্জেন্টিনা কখনো অন্যদের মতো ঘুরে দাঁড়াতে পারে না, তা আরও একবার প্রমানিত। ৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারে না যেখানে অন্য দল এই অবস্থায় থাকলে ম্যাচ জিতত বা ড্র করত। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না।
আর ঠিক এ কারণেই ওদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করিও না। মস্তিস্কের ভেতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সঙ্গেই আছি।
শুভ কামনা পরের ম্যাচের জন্য।'
হার্ভে রেনার্ডের শিষ্যদের কাছে হার মানায় আর্জেন্টিনার গ্রুপ পর্বের বাধা পেরোনোর পথ হয়ে গেল বেশ কঠিন। পরের দুই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ যথাক্রমে মেক্সিকো ও পোল্যান্ড। তারা সৌদির চেয়ে শক্তি ও ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে।
Comments