জার্মানি বনাম জাপান: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

ছবি: সংগৃহীত

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি গত ২০১৮ বিশ্বকাপে ছিটকে গিয়েছিল গ্রুপ পর্ব থেকে। অথচ শিরোপাধারী হিসেবে ওই আসরে খেলতে নেমেছিল তারা। সেই ক্ষতে প্রলেপ দিয়ে পঞ্চমবারের মতো সেরা হওয়ার অভিযানে নামছে তারা। শুরুতেই হান্সি ফ্লিকের শিষ্যরা পাচ্ছে এশিয়ার পরাশক্তি জাপানকে। রাশিয়ায় আয়োজিত আগের বিশ্বকাপে আশা জাগিয়েও কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল ব্লু সামুরাইরা। দুই গোলে এগিয়ে গিয়েও শেষ ষোলোতে তারা হেরেছিল বেলজিয়ামের কাছে।

কাতার বিশ্বকাপের 'ই' গ্রুপে জার্মানি বনাম জাপান ম্যাচের ফল জানা যাবে শেষ বাঁশি বাজার পর। তবে তার আগে কাগজে-কলমে দুই দলের শক্তি, সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি তাদের সম্ভাব্য একাদশ ও ফর্মেশন তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

২৩ নভেম্বর, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা।

কোথায়?

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম, দোহা, কাতার।

নজরে থাকবেন যারা

জার্মানির মাঝমাঠের কাণ্ডারি বায়ার্ন মিউনিখের জশুয়া কিমিখ। ডাই ম্যানশ্যাফটদের আক্রমণের শুরুতে তিনি রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। একই ক্লাবের তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালা প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিশ্বকাপে। অমিত প্রতিভাবান মুসিয়ালা বিশ্বমঞ্চে সামর্থ্যের ছাপ রাখতে পারেন কিনা সেদিকেও থাকবে নজর। জাপানের কোচ হাজিমে মোরিয়াসুর তুরুপের তাস হতে পারেন মোনাকোর তাকুমি মিনামিনো। দলটির বিশ্বকাপে স্কোয়াডে যারা আছেন, তিনি তাদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক মঞ্চে ৪৪ ম্যাচে ১৭ গোল করেছেন তিনি।

সম্ভাব্য একাদশ

জার্মানি: (৪-২-৩-১) নয়্যার; রাম, রুডিগার, সুলে, কেহরার; গুন্দোগান, কিমিখ; মুসিয়ালা, মুলার, গ্যানাব্রি; হাভার্টজ। 

জাপান: (৪-২-৩-১) গোন্দা; সাকাই, তোমিয়াসু, ইয়োশিদা, নাগামোতো; শিবাসাকি, এন্দো; কামাদা, মিনামিনো, সোমা; মায়েদা।

প্রেডিকশন

অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় জার্মানির পক্ষে এই ম্যাচে খেলতে পারবেন না আক্রমণভাগের তারকা লেরয় সানে। তবে অভিজ্ঞ টমাস মুলার খেলার জন্য ফিট ঘোষিত হয়েছেন। তাছাড়া, অভিষেক ম্যাচে গোল পেয়ে উজ্জীবিত আছেন নিকলাস ফুলক্রুগ। ফলে গোল পাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকার কথা নয় জার্মানির। তাদেরকে মোকাবিলায় জাপানকে অনুপ্রেরণা যোগাতে পারে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। গত বিশ্বকাপের গ্রুপ পর্বে চমক দেখিয়ে জার্মানিকে ২-০ গোলে হারিয়েছিল কোরিয়ানরা। তাছাড়া, জার্মানি সাম্প্রতিক সময়ে প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারেনি। নিজেদের সবশেষ আট ম্যাচে তারা জিতেছে মাত্র দুটিতে।

সম্ভাব্য স্কোর

জার্মানি ২-০ জাপান

ম্যাচ ফ্যাক্টস:

১) বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে জাপানের চেয়ে ১৩ ধাপ এগিয়ে আছে জার্মানি (১১)।

২) দুই দলের আগের দুটি প্রীতি ম্যাচের একটিতে জিতেছিল জার্মানরা। অন্যটি হয়েছিল ড্র। ম্যাচ দুটিতে হওয়া সাত গোলের সবকটি এসেছিল দ্বিতীয়ার্ধে।

৩) ইউরোপের দলগুলোর মধ্যে যৌথ সর্বোচ্চ চারবার বিশ্বকাপ জিতেছে জার্মানি (ইতালির পাশাপাশি)। তাদের উপরে আছে কেবল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

৪) এই নিয়ে ২০তম বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে জার্মানি। ১৯৫০ সালের আসরে সবশেষ অনুপস্থিত ছিল তারা।

৫) ৮০ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে জার্মানি ছিটকে যায় গত আসরে। তারা ছিল চার দলের গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে।

৬) টানা সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলছে জাপান। এশিয়া অঞ্চল থেকে এই তালিকায় তাদের উপরে আছে কেবল দক্ষিণ কোরিয়া। চলতি আসরটি কোরিয়ানদের টানা দশম বিশ্বকাপ।

৭) আগের ছয় আসরে তিনবার গ্রুপ পর্বের বাধা পেরোয় জাপান। কিন্তু কোনোবারই কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি তারা।

৮) নিজেদের শেষ আট ম্যাচের পাঁচটিতে ড্র করেছে জার্মানি। একটিতে হেরেছে তারা। তাদের জয় দুটি এসেছে ইতালি ও ওমানের বিপক্ষে।

Comments

The Daily Star  | English
NSC shop rent scam in Dhaka stadiums

Shop rent Tk 3 lakh, but govt gets just Tk 22,000

A probe has found massive irregularities in the rental of shops at nine markets of the National Sports Council (NSC), including a case where the government receives as little as Tk 22,000 in monthly rent while as much as Tk 3 lakh is being collected from the tenant. 

19h ago