জাপান বনাম কোস্টারিকা: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

পরস্পরের মুখোমুখি হওয়ার প্রাক্কালে দুই মেরুতে অবস্থান জাপান ও কোস্টারিকার। প্রথম ম্যাচে হেভিওয়েট জার্মানিকে হারিয়ে সপ্তম আসমানে হাজিমে মোরিয়াসুর শিষ্যদের আত্মবিশ্বাস। অন্যদিকে স্পেনের বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়া আমেরিকার দলটি শেষ দুই ম্যাচে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

রোববার, ২৭ নভেম্বর, বাংলাদেশ সময় বিকাল ৪টা

কোথায়?

আহমদ বিন আলি স্টেডিয়াম, দোহা

নজরে থাকবেন যারা

জার্মান দৈত্য বধের দুই নায়ক রিতসু দোয়ান ও তাকুমা আসানো আবারও খুঁজে নেবেন জাল, তেমনটাই থাকবে জাপান ভক্তদের প্রত্যাশা। রিয়েল সোসিয়েদাদের তাকেফুসা কুবোকেও মর্যাদা রাখতে হবে তার নামের।

স্পেনের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করা কেইলর নাভাসকে ফিরতে হবে নিজের সেরা ফর্মে। পাশাপাশি সান্ডারল্যান্ডের জুইসন বেনেটের দিকেও চেয়ে থাকবে ভক্তরা।

সম্ভাব্য লাইন আপ

জাপান: (৪-২-৩-১): গোন্ডা (গোলরক্ষক), তোমিয়াসু, ইতাকুরা, ইয়োশিদা, নাগাতোমো, এন্ডো, তানাকা, ইতো, কুবো, কামাদা, আসানো 

কোস্টারিকা: (৪-৪-২) নাভাস (গোলরক্ষক), ওভিয়েডো, ডুয়ার্টে, ক্যালভো, ওয়াস্টন, টেজেডা, বোর্হেস, ফুলার, বেনেট, ক্যাম্পবেল, কন্টেরাস

প্রেডিকশন

র‍্যাঙ্কিং ও শক্তির বিচারে খুব একটা পার্থক্য না থাকলেও আত্মবিশ্বাসের বিবেচনায় বেশ পিছিয়ে কোস্টারিকা। ভালো করতে তাই ম্যাচে নিঁখুত ফুটবল খেলতে হবে তাদের। এদিকে জাপান চাইবে আরেকটি জয় তুলে নিয়ে শেষ ষোলর লড়াইয়ে এগিয়ে থাকতে।  

সম্ভাব্য স্কোর:

জাপান ২-০ কোস্টারিকা

অন্যান্য পরিসংখ্যান

১) জাপান এর আগে কখনোই কোস্টারিকার সঙ্গে হারেনি। আগের পাঁচ লড়াইয়ে চারটি জয়ে প্রতি ম্যাচে ঠিক তিনটি গোল করে জাপান। অপর ম্যাচটি ড্র।

২) ২০০২ সালে চীনকে ২-০ ব্যবধানে হারানো বিশ্বকাপে এশিয়ান দেশের বিপক্ষে একমাত্র জয় কোস্টারিকার।

৩) ২০০২ সালে রাশিয়া ও তিউনিসিয়ার বিপক্ষে টানা দুটি জয়ের পর ফের এবার টানা দুটি জয়ের হাতছানি রয়েছে জাপানের। প্রথম ম্যাচে জার্মানিকে ২-১ ব্যবধানে হারায় দলটি।

৪) কোস্টারিকা তাদের উদ্বোধনী ম্যাচে স্পেনের কাছে ৭-০ ব্যবধানে হেরেছে। বিশ্বকাপে এর আগের আটটি ম্যাচে তারা সাত গোল হজম করেছিল।

৫) ২০১৪ সালে গ্রুপ পর্বে উরুগুয়ে এবং ইতালি উভয়কে হারানো পর থেকে, কোস্টারিকা শেষ সাতটি বিশ্বকাপ ম্যাচে (তিন ড্র ও তিন হার) জয়হীন। এরমধ্যে পাঁচটি ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে তারা।

৬) স্পেনের বিরুদ্ধে, কোস্টারিকা একটিও শট নিতে পারেনি। বিশ্বকাপে এটা দ্বিতীয় দৃষ্টান্ত (১৯৬৬ সাল থেকে অপ্টা ডাটা নেওয়া শুরু করে)। এর আগেরটাও কোস্টারিকারই। ১৯৯০ সালে ব্রাজিলের বিপক্ষে।

৭) ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জার্মানির বিপক্ষে ২৬টি শটের মুখোমুখি হয়েছিল জাপান, যা বিশ্বকাপে একটি ম্যাচে সবচেয়ে বেশিবার শটের মুখোমুখি হওয়ার রেকর্ড।

৮) এটা জাপানের টানা সপ্তম বিশ্বকাপ আসর। অন্যদিকে প্রথমবারের মতো টানা তিনবার বিশ্বকাপে খেলছে কোস্টারিকা।

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

3h ago