ব্রাজিল দলে ফের চোটের হানা

ছবি: এএফপি

কাতার বিশ্বকাপের শিরোপাপ্রত্যাশী ব্রাজিল দলে ফের হানা দিয়েছে চোট। গোড়ালির লিগামেন্টে চোটের কারণে গ্রুপ পর্ব থেকে আগেই ছিটকে গেছেন নেইমার ও দানিলো। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অ্যালেক্স সান্দ্রোর নাম।

আগামীকাল শুক্রবার রাতে আসরের 'জি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। ওই লড়াইয়ে ২৯ বছর বয়সী জুভেন্তাস লেফট-ব্যাক সান্দ্রোকে পাচ্ছে না তারা। মেডিকেল পরীক্ষার পর তার বাম উরুর পেশিতে চোট ধরা পড়েছে। 

মঙ্গলবার সান্দ্রোর চোটের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। তিনি গণমাধ্যমের কাছে বলেছেন, 'আমরা তার জন্য একটি মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করেছিলাম। সেখানে তার বাম উরুর পেশিতে চোট দেখা গেছে। সে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে খেলতে পারবে না। যত দ্রুত সম্ভব সেরে ওঠার জন্য সে এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে।'

সান্দ্রোর ছিটকে যাওয়া ব্রাজিল কোচ তিতের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। কারণ, ইতোমধ্যে চোটে আছেন তারকা ফরোয়ার্ড নেইমার ও রাইট-ব্যাক দানিলো। এই দুজনকে ছাড়াই অবশ্য গতকাল সোমবার সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারায় সেলেসাওরা। এতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

সুইসদের বিপক্ষে ম্যাচের ৮৬তম মিনিটে সান্দ্রোকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। জয়ের পর গণমাধ্যমের কাছে তিনি বলেছিলেন খুব ক্লান্ত অনুভব করার কথা। তার বদলে অ্যালেক্স তেলেসকে নামিয়েছিলেন তিতে। ক্যামেরুনের বিপক্ষেও তাকে দেখা যেতে পারে লেফট-ব্যাক পজিশনে।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে 'জি' গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে তাদের। দুইয়ে থাকা সুইজারল্যান্ডের পয়েন্ট ৩। সমান ১ পয়েন্ট করে নিয়ে তিনে ও চারে আছে যথাক্রমে ক্যামেরুন ও সার্বিয়া।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago