স্পেন মাঠে নামে 'প্রতিটি খেলা জিততে'

ছবি: এএফপি

কাতার বিশ্বকাপে চমক যেন থামছে না কিছুতেই! তুলনামূলক দুর্বল দলের কাছে শক্তিশালী দলের ধরাশায়ী হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় তাক লাগিয়েছে জাপান। জার্মানির পর তারা জিতেছে স্পেনের বিপক্ষেও। তবে নিজেদের প্রথম ম্যাচে ৭ গোল করা লুইস এনরিকের শিষ্যদের হার নিয়ে উঠেছে প্রশ্ন। শিরোপা জয়ের দৌড়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী জার্মানিকে বিদায় করতেই কি জাপানের বিপক্ষে নিজেদের সেরাটা দেয়নি স্পেন? এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন দলটির অভিজ্ঞ ডিফেন্ডার সেজার আজপিলিকুয়েতা।

বৃহস্পতিবার রাতে স্পেনের হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। দুই দলের পয়েন্ট সমান ৪ হলেও গোল ব্যবধানে কপাল পুড়েছে হান্সি ফ্লিকের শিষ্যদের। ৬ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে জাপান। অন্যদিকে, গ্রুপ রানার্সআপ হওয়ায় সেমিফাইনাল পর্যন্ত অপেক্ষাকৃত সহজ পথ পেয়েছে স্প্যানিশরা। গ্রুপ চ্যাম্পিয়ন হলে দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতো ২০১০ আসরের চ্যাম্পিয়নরা। আর ব্রাজিল নিজেদের গ্রুপের সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডেও জিতলে কোয়ার্টার ফাইনালে স্পেন-ব্রাজিল লড়াইয়ের দেখা মিলত।

ম্যাচের ১২তম মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। লিড ধরে রেখে বিরতিতে যায় তারা। ফের খেলা শুরু হলে পাল্টে যায় চিত্র। ৪৮তম মিনিটে রিৎসু দোয়ান লড়াইয়ে টানেন সমতা। তিন মিনিট পর আও তানাকার লক্ষ্যভেদে ম্যাচ জিতে নেয় জাপান। অনেক সময় পেলেও গোল শোধ করতে পারেনি এনরিকের দল।

স্পেন যেমন সামনে সহজ রাস্তা পেয়েছে, তেমনি বিদায় ঘণ্টা বেজেছে জার্মানির। তবে জাপানের বিপক্ষে ম্যাচে নিজেদের চেষ্টায় কোনো ঘাটতি দেখছেন না আজপিলিকুয়েতা। গণমাধ্যমকে তিনি বলেছেন, 'দ্বিতীয়ার্ধে আমি (জার্মানি-কোস্টারিকা) ম্যাচের স্কোরলাইন সম্পর্কে অবগত ছিলাম। আমি বেঞ্চে থাকায় পরিস্থিতিটা জানতাম। যদি তারা (অভিযোগকারীরা) আমাদের দলটার দিকে দেখে, শেষ কয়েক বছরে সব সময়ই আমরা সবোর্চ্চটা দিয়ে আসছি। আমরা মাঠে যাই প্রতিটি খেলা জিততে, সব বল দখল করতে।'

হারের ধরন নিয়ে প্রশ্ন ওঠায় কষ্ট পাচ্ছেন চেলসি তারকা, 'কেবল একটা গোল করে পরে (দুটি গোল) হজম করায় সবাই যেন আমাদের শাস্তি দিচ্ছে! কিন্তু এভাবেই আমরা খেলি। জিততে না পারায় আমারই সবচেয়ে বেশি হতাশ। সুতরাং, কী ঘটেছে সেটা আপনারা দেখছেন।'

আগামী ৬ ডিসেম্বর শেষ ষোলোর ম্যাচে 'এফ' গ্রুপের চ্যাম্পিয়ন মরক্কোর মুখোমুখি হবে স্পেন। এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

Comments

The Daily Star  | English

No active militant presence in Bangladesh: home adviser

The reports of suspected extremists' deportation from Malaysia shows no links to local terrorist networks, he says

1h ago