দলকে সতর্ক হতে বলছেন তিতে, নেইমারকে নিয়ে ‘আশা-নিরাশা’

শুক্রবার রাতে লুসাইল স্টেডিয়ামে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। বিশ্বকাপে আফ্রিকার কোন দেশের বিপক্ষে এটাই ব্রাজিলের প্রথম কোন হার। হেরেও অবশ্য গ্রুপ সেরা হয়েছে তারা
Neymar
ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে ছিলেন নেইমার

গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ব্রাজিলের জন্য ছিল অনেকটা নিয়মরক্ষার। তাতে ৯টি পরিবর্তন নিয়ে নেমে দল পায়নি ফল। ক্যামেরুনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে যাওয়ার মতো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। এই হারের পর নকআউট পর্বে দলকে খুব সতর্ক হওয়ার বার্তা দিলেন কোচ তিতে। পরের রাউন্ডে দলের সেরা তারকা নেইমারকে পাওয়া যাবে কিনা তা নিয়েও সংশয়ে আছে ব্রাজিল দল। 

শুক্রবার রাতে লুসাইল স্টেডিয়ামে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। বিশ্বকাপে আফ্রিকার কোন দেশের বিপক্ষে এটাই ব্রাজিলের প্রথম কোন হার। হেরেও অবশ্য গ্রুপ সেরা হয়েছে তারা। আগামী ৫ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই হারের পর নকআউট পর্ব নিয়ে দলকে সতর্ক হতে বলছেন কোচ তিতে, 'ব্রাজিল ক্যামেরুনের কাছে হারল, পর্তুগাল হারল দক্ষিণ কোরিয়ার কাছে, ফ্রান্স তিউনিসিয়ার  কাছে। আর্জেন্টিনা হেরেছিল সৌদি আরবের সঙ্গে। এই ফলগুলো জানান দেয় প্রতিপক্ষরা বেশ শক্তিশালী ছিল। কঠিন ম্যাচ ছিল। এই ধরণের পরিস্থিতিকে আমরা হালকাভাবে নিয়েছি বলে আমার মনে হয় না। আমাদের অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন।'

প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে একাদশে যারা ছিলেন, ক্যামেরুনের বিপক্ষে প্রথম একাদশে তাদের কেউই  এতগুলো বদল নিয়ে নামলেও ক্যামেরুনকে সমীহ করে নেমেছিলেন তিতে, তিনি কৃতিত্ব দিলেন প্রতিপক্ষেরও,'ক্যামেরুনের বিপক্ষে আমরা সতর্ক ছিলাম। আমরা তাদের সমীহ করেই নেমেছি। কিন্তু তাদের মেধা ছিল, আড়াআড়িভাবে তারা ভালো খেলেছে। তিউনিসিয়া বা অন্য দলের মতো জেতার মেধা তাদের ছিল।'

নতুন একাদশ নামিয়ে হারলেও হারটাকে পুরো দলের ব্যর্থতা বলেই স্বীকার করছেন তিতে, 'কে হেরেছে? আমরা সবাই। আমাদের প্রস্তুতি হয় যৌথ, আমরা জিতি বা হারিও একসঙ্গে।'

'বিশ্বকাপে হোঁচট খেলে দ্বিতীয় সুযোগ পাওয়া যায় না। এবার সেটা মিলছে।'

'আগামী ২৪ ঘণ্টা আমাদের মনোযোগ দিতে হবে, ২৪ ঘণ্টা কষ্ট পেতে হবে। তারপর কাল পুরো নতুনভাবে তৈরি হতে  হবে।'

আগামী সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে নেইমারকে পাওয়ার আশা করছেন তিনি। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে থাকা দলের সেরা তারকাকে দেখাচ্ছিল ফুরফুরে। স্বাভাবিকভাবে হাঁটা চলা করছিলেন তিনি। তবে বল নিয়ে এখনো তার ট্রেনিং শুরু হয়নি।

দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, পরের ম্যাচের ৭২ ঘণ্টা আগে তারা বুঝতে পারবেন, তবে নেইমারের খেলার সম্ভাবনা আছে, 'পরের ম্যাচের ৭২ ঘণ্টা আগে আমরা ঠিক করতে পারব, এখনো সম্ভাবনা আছে।'

নেইমার ছাড়াও দলে আছে বিস্তর চোট সমস্যা। লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রো আগেই চোটে পড়ে আছেন বাইরে। তার বলে ক্যামেরুনের বিপক্ষে খেলা অ্যালেক্স তেলেসও এই ম্যাচে চোট পেয়ে বেরিয়ে যান। রাইটব্যাক দানিলো সেরে উঠে শনিবার ট্রেনিং করেছেন। ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেজুসও শেষ ম্যাচে পেয়েছেন চোট। জেসুস ও তেলেসের চোটের অবস্থা বুঝতে স্ক্যান করা হবে।

Comments

The Daily Star  | English

Student politics, Buet and ‘Smart Bangladesh’

General students of Buet have been vehemently opposing the reintroduction of student politics on their campus, the reasons for which are powerful, painful, and obvious.

2h ago