বদলি হওয়ার সময় অসন্তোষ প্রকাশের কারণ জানালেন রোনালদো

ছবি: এএফপি

ম্যাচের তখন ৬৫তম মিনিট। মাঠে বিবর্ণ থাকা ক্রিস্তিয়ানো রোনালদোকে উঠিয়ে নিলেন কোচ ফার্নান্দো সান্তোস। বেরিয়ে যাওয়ার সময় বেশ অসন্তুষ্ট দেখাল পর্তুগালের তারকা ফরোয়ার্ডকে। তবে রোনালদো জানালেন, কোচের সিদ্ধান্তের কারণে নয়, বরং দক্ষিণ কোরিয়ার এক খেলোয়াড়ের মন্তব্যে অমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি।

শুক্রবার রাতে কাতার বিশ্বকাপের 'এইচ' গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে পর্তুগাল ২-১ গোলে হার মানে কোরিয়ানদের কাছে। এডুকেশন সিটি স্টেডিয়ামে রিকার্দো হোর্তার গোলে পঞ্চম মিনিটেই এগিয়ে গিয়েছিল সান্তোসের শিষ্যরা। তবে হাল না ছেড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নকআউটে নাম লেখায় এশিয়ার দলটি। ২৭তম মিনিটে কিম ইয়ং-গোয়ান লড়াইয়ে সমতায় ফেরান। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লক্ষ্যভেদ করে দলকে উল্লাসে মাতান হোয়াং হি-চ্যান। তবে হারলেও আগেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা পর্তুগাল হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন।

গোটা ম্যাচে ৩৭ বছর বয়সী রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। তার অসতর্কতায় প্রথম গোল পেয়ে যায় কোরিয়া। পর্তুগিজদের ফের এগিয়ে নেওয়ার দারুণ দুটি সুযোগও হাতছাড়া করেন অধিনায়ক। ২৯তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। প্রথমার্ধের শেষদিকে খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে ব্যর্থ হন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার।

আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতাকে যখন বদলি করা হয়, তখন অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে। কেন এমনটা করেছিলেন তা ম্যাচের পর গণমাধ্যমকে জানান রোনালদো, 'আমার মাঠ ছাড়ার আগে যা ঘটেছিল, সেটা হলো একজন কোরিয়ান খেলোয়াড় আমাকে দ্রুত বের হতে বলছিল। আর আমি তাকে চুপ থাকতে বলেছিলাম। সে কর্তৃপক্ষ নয়। তার মতামত দেওয়ার কোনো দরকার নেই। সে রেফারি হলে আমি আমার হাঁটার গতি বাড়াতাম। তবে এটা নিয়ে কোনো বিতর্ক চাই না।'

বেঞ্চে বসে দলের দ্বিতীয় গোল হজম করা দেখতে হয় রোনালদোকে। এই হার থেকে ইতিবাচক দিক খুঁজে নেওয়ার বার্তা সতীর্থদের দেন তিনি, 'যখন আমরা ভালো খেলি না, তখন যা ঘটে সেটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি মনে করি, এই হার থেকে আমরা কিছু শিখব এবং আমাদের সামনের ম্যাচটি জিততেই হবে।'

দ্বিতীয় রাউন্ডে 'জি' গ্রুপ রানার্সআপ সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় লুসাইল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

 

Comments

The Daily Star  | English

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

3h ago