সার্বিয়া-ক্রোয়েশিয়া-সৌদি আরবকে জরিমানা ফিফার

কাতার বিশ্বকাপে নিয়ম ভাঙায় শাস্তি পেয়েছে তিনটি দেশ সার্বিয়া, ক্রোয়েশিয়া ও সৌদি আরব। তিনটি ভিন্ন কারণে বড় অঙ্কের জরিমানা দিতে হচ্ছে এ তিন দলকে।

ড্রেসিং রুমে কসোভোর পতাকা রাখায় সার্বিয়া। সেই পতাকায় আবার সার্বিয়ান ভাষায় লেখা ছিল, 'আমরা আত্মসমর্পণ করি না।' মূলত কোসোভোকে এখনও নিজেদের অংশ বলে মনে করে সার্বিয়া। কসোভোর সংস্কৃতি, যুব ও ক্রীড়ামন্ত্রী হাজরুল্লা চেকু এই ছবি সামাজিকমাধ্যমে আপলোড করলে তা রীতিমতো ভাইরাল হয়ে পড়ে।

আর এই কারণে বুধবার সার্বিয়াকে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ক্রোয়েশিয়াকে জরিমানা করা হয় মূলত তাদের সমর্থকদের আচরণের কারণে। কানাডার বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে গোলরক্ষক মিলান বোরযানকে আপত্তিকর কটূক্তি করে সমর্থকরা। মূলত ক্রোয়েশিয়ার সার্বিয়ান অঞ্চলে বড় হন এ গোলরক্ষক।

ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকে তাই ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা।

আর্জেন্টিনা ও মেক্সিকো ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে অসদাচরণের জন্য জরিমানা করা হয় সৌদি আরবকে। দুটি ম্যাচেই ছয় জন করে খেলোয়াড় কার্ড দেখেছে তারা। সে সকল কারণে ১৫ হাজার সুইস ফ্রাঁ করে দুই দফায় জরিমানা করা হয়েছে মধ্য প্রাচ্যের দলটিকে।

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

2h ago