'মেসির কান্না' দেখতে চান ফ্রেদ

ক্লাব ফুটবলে সাফল্যের কোন কমতি নেই লিওনেল মেসির। গেল বছর কোপা আমেরিকা জিতে জাতীয় দলের অর্জনের খাতাও খুলেছেন। তবে সর্বোচ্চ মর্যাদার ট্রফি বিশ্বকাপে এখনও হাত রাখা হয়নি সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের। স্বপ্নে বুক বেঁধে পাড়ি জমিয়েছেন কাতারে। তবে সাবেক ব্রাজিল ফরোয়ার্ড ফ্রেদ চান এবারও যেন ভগ্ন হৃদয়ে দেশে ফিরে যান মেসি।

শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিনে শেষ আটের অপর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল। লাতিন দুই দল জয় পেলে তাদের মোকাবিলা হবে সেমিফাইনালে। এমনটা হলে ভক্তরাও সুযোগ পাবেন বহুল আকাঙ্খিত ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের সাক্ষী হবার। আর সবার মতো শেষ চারে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে আলবিসেলেস্তেদেরই চান সেলেসাওদের হয়ে ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপ খেলা ফ্রেদ।

সেমিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নাটকীয় লড়াইয়ের স্বপ্নও দেখছেন সাবেক এই ফুটবলার। সেখানে নেইমার দারুণ নৈপুণ্য দেখতে চান তিনি। শুক্রবার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিনকে ফ্রেদ বলেন, 'আমি ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল চাই। আমি বিভ্রান্তি চাই, অনিশ্চয়তা চাই, নেইমারের ঝলক, মেসির কান্না চাই।'

চলতি আসরে এখন পর্যন্ত নিজেদের স্বপ্নের পথে ভালোই এগিয়ে চলছে দুই শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা ও ব্রাজিল। সৌদি আরব ও ক্যামেরুনের বিপক্ষে হেরে অঘটনে পড়লেও উভয়েই ঘুরে দাঁড়িয়েছে শক্তভাবে। শেষ ষোলোতে ব্রাজিল বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে, আর্জেন্টাইনরা পরাস্ত করেছে অস্ট্রেলিয়াকে।  

গত বছর শেষবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচটি হয়েছিল গোলশূণ্য ড্র। একই বছর ২০২১ কোপার ফাইনালে মেসিদের বিপক্ষে হারের বেদনায় পুড়তে হয়েছিল তাদের। বিশ্বকাপে দুই দলের সর্বশেষ মোকাবিলা ছিল ১৯৯০ সালে। ক্লাউদিও ক্যানিজিয়ার একমাত্র গোলে সেবার শেষ হাসি হেসেছিল আলবিসেলেস্তেরাই।

Comments

The Daily Star  | English

Jucsu election set for July 31 after 33-year gap

The first election to the Jahangirnagar University Central Students' Union (Jucsu) in 33 years will be held on July 31

2h ago