আনফিট দি পল-দি মারিয়াকে চান না ক্যাম্পেস

নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনার জন্য বড় দুশ্চিন্তার নাম ইনজুরি। দলের অন্যতম সেরা দুই তারকা রদ্রিগো দি পল ও আনহেল দি মারিয়া শতভাগ ফিট এখনও হননি। এখন প্রশ্ন, তারপরও তাদের খেলানো ঝুঁকি নিবেন কি-না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি? তবে ফিট না হলে তাদের নিয়ে ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিলেন আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক মারিও ক্যাম্পেস।

আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণভোমরাই দি পল। আক্রমণভাগে তেমনি ভরসার নাম দি মারিয়া। তাদের না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা দলটির জন্য। তাই শেষ পর্যন্ত ঝুঁকি নিতেও পারেন স্কালোনি। কিন্তু এমনটা চান না ক্যাম্পেস। কারণ আনফিট খেলোয়াড়দের নামালে উল্টো প্রতিপক্ষ সুবিধা পাবে বলে মনে করেন তিনি, 'আপনি এই ম্যাচে দলকে সহায়তা না করতে পারেন, করবেন না। কিন্তু যদি ৮০ শতাংশ ফিট না হন তাহলে আপনি প্রতিপক্ষকে সুবিধা করে দেবেন না। যদি ২০/২৫ মিনিটের জন্য দুটি পরিবর্তন করতে হয় কারণ খেলোয়াড়রা খেলতে চায়, তাহলে সবার কাজ অনেকটাই নষ্ট হয়ে যাবে।'

একইভাবে অফফর্মে থাকা লাউতারো মার্তিনেজের জায়গায় নিয়মিত হুলিয়ান আলভারেজকে দেখতে চান এ সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড। তরুণ আলভারেজের উচ্ছ্বসিত প্রশংসায় মাতেন তিনি, 'একজন স্কোরার গোলের আনন্দেই বেঁচে থাকে এবং যখন এখানে সামান্য ভুল হবে, তখন মনে হবে সবকিছুই যেন খারাপ ঘটতে পারে। সে (আলভারেজ) এমন একটি ছেলে যে স্ট্যান্ডের শীর্ষ পর্যন্ত দৌড়ায়। ও তরুণ, ও ক্লান্ত হয় না এবং একই সঙ্গে ও গোলও করছে।'

তবে বিকল্প হিসেবে মাঠে নামলেও লাউতারোর কাছ থেকে আরও ভালো কিছু চান ক্যাম্পেস। অন্যথায় কাজটা অনেক কঠিন হয়ে যাবে বলে মনে করেন তিনি, 'লাউতারোকে (মার্তিনেজ) বাদ দেওয়া কোচদের কষ্ট দেয়, কিন্তু একজন যে স্টার্টার নয়, কিন্তু গোল করে তাকে সমর্থন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সবকিছুই দলের জন্য এবং যদি বিকল্পরা স্টার্টারদের সাহায্য না করে তাহলে এটা হতাশাজনক।'

আর্জেন্টিনা দলে রয়েছেন লিওনেল মেসির মতো খেলোয়াড়। যিনি একাই পারেন ম্যাচের পরিস্থিতি বদলে দিতে। তবে একা যে সবকিছু সম্ভব নয় তা মনে করিয়ে দেন ক্যাম্পেস। তাই দলের সবার এগিয়ে আসার আহ্বান জানান এ সাবেক ফুটবলার, 'আপনাকে সবাইকে সম্মান করতে হবে কারণ আজ আপনি একা জিততে পারবেন না, নাম দিয়েও জিততে পারবেন না। আপনি যদি অনেক গ্রেট খেলোয়াড় হন তাহলে আপনাকে মারতে বা বেঁধে রাখার চেষ্টা করবে সবাই।'

অবশ্য দলের সবাই যে নিজেদের উজাড় করে খেলবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই ক্যাম্পেসের। কারণ একটু ভুলই যে ছিটকে দিতে পারে তাদের, সেটা ভালো করেই জানেন খেলোয়াড়রা। ক্যাম্পেসের ভাষায়, 'আমি খুব শান্ত অনুভব করছি। আমি খুব আত্মবিশ্বাসী, আমি জানি যে তারা সম্ভবের চেয়ে বেশি কিছু করতে যাচ্ছে। আজ থেকেই তো আসল বিশ্বকাপ শুরু হচ্ছে। এখন আপনি একটি ভুল করলেই আপনি বাড়িতে চলে আসবেন।'

Comments

The Daily Star  | English
Yunus speech at Earthna Summit 2025 in Doha

No one too poor to dream, no dream too big to achieve: Yunus

He says in his keynote speech at Earthna Summit 2025 in Doha

1h ago