ফিফা বিশ্বকাপ ২০২২

দলের সবাই তাদের সর্বোচ্চটাই করেছে: কাসেমিরো

তারকার কোন অভাব ছিল না ব্রাজিল দলে। নেইমার জুনিয়র, থিয়াগো সিলভাদের মতো অভিজ্ঞ সেনাদের সঙ্গে ছিলেন ভিনিসিয়ুস, রদ্রিগোর মতো সম্ভাবনাময় তরুণরা। কিন্তু শেষ পর্যন্ত ভেঙে গেল লাখো ভক্তের মিশন হেক্সার স্বপ্ন, কোয়ার্টার ফাইনালই পার হতে পারল না সেলেসাওরা। ম্যাচ হারলেও নিজেদের চেষ্টার কোন কমতি দেখছেন না দলের অন্যতম তারকা ফুটবলার কাসেমিরো।

তারকার কোন অভাব ছিল না ব্রাজিল দলে। নেইমার জুনিয়র, থিয়াগো সিলভাদের মতো অভিজ্ঞ সেনাদের সঙ্গে ছিলেন ভিনিসিয়ুস, রদ্রিগোর মতো সম্ভাবনাময় তরুণরা। কিন্তু শেষ পর্যন্ত ভেঙে গেল লাখো ভক্তের মিশন হেক্সার স্বপ্ন, কোয়ার্টার ফাইনালই পার হতে পারল না সেলেসাওরা। ম্যাচ হারলেও নিজেদের চেষ্টার কোন কমতি দেখছেন না দলের অন্যতম তারকা ফুটবলার কাসেমিরো।

শুক্রবার রাতে এডুকেশন সিটি স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে পুরো ৯০ মিনিট সমানে সমানে লড়েছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন নেইমার। তিতের শিষ্যরা যখন নিশ্চিত জয় দেখছিল তখনই দৃশ্যপট পাল্টে দেন বদলি ব্রুনো পেতকোভিচ। তার গোলে খেলা গড়ায় পেনাল্টিতে। যাতে ৪-২ গোলে জিতে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজায় জ্লাতকো দালিচের শিষ্যরা।

ম্যাচশেষে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোকে কাসেমিরো বলেন, 'আমরা দুঃখ পেয়েছি, কিন্তু আমি নিশ্চিত দলের সবাই তাদের সর্বোচ্চটাই করেছে। আমরা হতাশ হয়েছি, বিশেষ করে এটা (হার) যেমন ছিল। এটা (ম্যাচ) আমাদের হাতেই ছিল। সেখান থেকে ফসকে গেছে। কঠিন সময়, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে এবং জীবন এগিয়ে চলবে।'

এমন মুহূর্তে শব্দ খুঁজে পাওয়াও কঠিন বলে মন্তব্য করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা, 'সব হারই বেদনার, বিশেষ করে যখন আপনার একটা লক্ষ্য থাকে, স্বপ্ন থাকে। যখন আপনি চার বছর পরিশ্রম করেন এই মুহূর্তটার জন্য। কঠিন কিন্তু, ঠিক? শব্দ খুঁজে পাওয়া কঠিন।'

তবে যা ঘটে গেছে তা নিয়ে আর ভাবতে নারাজ কাসেমিরো, 'আমি একটি সুযোগ হারিয়েছি। কিন্তু আমাদের (সামনে) দেখা প্রয়োজন, বিশেষ করে এখন একজন নতুন কোচ আসবেন। আপনার সম্মান থাকা প্রয়োজন। কথা বলার জন্য কঠিন সময়, কিন্তু আমাদের এখন এটা ভাবলে চলবে না।'

Comments

The Daily Star  | English

Dos and Don’ts during a heatwave

As people are struggling, the Met office issued a heatwave warning for the country for the next five days

3h ago