বিদায়বেলায় তিতে বললেন, 'আমার দায়ই সবচেয়ে বেশি' 

ছবি: এএফপি

বিদায়ের ঘোষণা আগেই দিয়েছিলেন। জানিয়েছিলেন ব্রাজিলের কোচ হিসেবে কাতারের মাটিতেই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। সেই অভিজ্ঞতাটা সুখকর হলো না তিতের, সেলেসাওদের 'মিশন হেক্সা'র স্বপ্ন চুরমার করে দিয়েছে ক্রোয়েশিয়া। ছয় বছরেরও বেশি সময় দায়িত্বে থাকার পর বর্ষীয়ান এই কোচও নিশ্চিত করলেন, আর থাকছেন না।

শুক্রবার রাতে এডুকেশন সিটি স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। যদিও আক্রমণে একচ্ছত্র দাপট ছিল ব্রাজিলের। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন নেইমার। তিতের শিষ্যরা যখন নিশ্চিত জয় দেখছিল, তখনই দৃশ্যপট পাল্টে দেন বদলি ব্রুনো পেতকোভিচ। তার শেষদিকের গোলে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ৪-২ গোলে জিতে ব্রাজিলের বিদায় ঘণ্টা বাজায় জ্লাতকো দালিচের শিষ্যরা।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিদায় জানিয়ে তিতে বলেন, 'সময় শেষ হয়েছে এবং আমি আমার কথা রেখেছি। অন্যান্য দারুণ পেশাদার (কোচ) রয়েছেন, যারা আমার জায়গায় আসতে পারেন। যখন তাদের (ক্রোয়েশিয়া) গোলরক্ষক (দমিনিক লিভাকোভিচ) মাঠের সেরা খেলোয়াড়, তখন ম্যাচ আপনার পক্ষেই কথা বলছে। আমাদের গোল তৈরিতে আরও কার্যকর হতে হতো। কিন্তু ব্রাজিল কি তাদের সেরাটা দেখিয়েছে?'

আরও একবার শিরোপা জয়ের স্বপ্ন না ছুঁয়েই ভগ্ন হৃদয়ে দেশে ফিরে যাচ্ছে ব্রাজিল। অনেক আশা জাগিয়েও কোয়ার্টার ফাইনালই পার করতে পারলেন না নেইমার-ভিনিসিয়ুসরা। ব্যর্থতার পিছনে নিজেরও দায় দেখেন ৬১ বছর বয়সী এই কোচ, 'আমি বুঝতে পারছি যে আমার দায়ই সবচেয়ে বেশি। কিন্তু হারের জন্য আমরা সবাই দায়ী। এটা হিরো কিংবা ভিলেন হওয়ার বিষয় নয়। খেলাধুলায় এমন কিছু নেই।'

টাইব্রেকারে পেনাল্টি নেবার সুযোগই পাননি দলের 'সেরা স্পট-কিক টেকার' নেইমার। তাকে পঞ্চম পেনাল্টির জন্য বাঁচিয়ে রেখেছিলেন তিতে। কিন্তু চতুর্থ পেনাল্টিতে মার্কুইনহোস লক্ষ্যভেদ করতে না পারলে নিশ্চিত হয় ব্রাজিলের বিদায়। নিজের অমন সিদ্ধান্তের পক্ষে তিতে যুক্তি দেন, 'পঞ্চম পেনাল্টি (ম্যাচের) ফল নির্ধারণ করে। সেটায় চাপ আরও বেশি থাকে। যেসব খেলোয়াড় মানসিকভাবে প্রস্তুত থাকে, তাদের এটা নেওয়াই শ্রেয়।'

ম্যাচ হারলেও ফলকে সম্মান জানান তিতে, 'কখনও কখনও আমরা দারুণ পারফরম্যান্স করি। গোলে শট নেই ও বল লক্ষ্যভ্রষ্ট হয়। এটা স্বাভাবিক। কিন্তু আমি এই ফলকে সম্মান করতে জানি। হার কষ্ট দেয়। কিন্তু এখন আমি শান্ত ও সন্তুষ্ট আছি।'

Comments

The Daily Star  | English

No scope to verify authenticity when cases are filed: IGP

Instructions have already been issued to ensure that no one is arrested in a harassing manner, he says

1h ago