আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া, ফ্রান্স-মরক্কো ম্যাচের সূচি

ছবি: এএফপি

ফুটবলের সৌন্দর্যের সঙ্গে রোমাঞ্চ, নাটকীয়তা আর চমকে পূর্ণ কাতার বিশ্বকাপ শেষের পথে। আসর শুরু করা ৩২ দলের মধ্যে টিকে আছে কেবল চারটি। এদের যেকোনো একটির হাতে উঠবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত প্রতিযোগিতার পরম আরাধ্য শিরোপা।

মরুর বুকে প্রথম বিশ্বকাপের সেমিফাইনালের লাইপআপ চূড়ান্ত হয়ে গেছে। ফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। দ্বিতীয় সেমিতে কিলিয়ান এমবাপের ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো।

ফুটবলের সর্বোচ্চ আসরে ৩৬ বছরের শিরোপাখরা ঘোচানোর অভিযানে আছে আর্জেন্টিনা। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার লক্ষ্য থাকবে এবার শেষ হাসি হাসার। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে রয়েছে শিরোপা ধরে রেখে ইতিহাস গড়ার হাতছানি। আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিতে ওঠা মরক্কো চাইবে স্বপ্নময় যাত্রাকে অবিস্মরণীয় করতে।

সেমিফাইনালের সূচি:

ম্যাচ দল তারিখ সময় বার ভেন্যু
সেমিফাইনাল ১ আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ১৪ ডিসেম্বর রাত ১টা মঙ্গলবার লুসাইল
সেমিফাইনাল ২ ফ্রান্স-মরক্কো ১৫ ডিসেম্বর রাত ১টা বুধবার আল বাইত

 

Comments