আর্জেন্টিনার বিপক্ষে ভীষণ কঠিন পরীক্ষা দেখছে ফ্রান্স 

antoine griezmann
আঁতোয়া গ্রিজম্যান

কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট চূড়ান্ত হয়ে গেছে। ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে পা রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জেতার খুব কাছে চলে গেছে ফ্রান্স। বুধবার রাতে মরক্কো বাধা পার করে ফাইনালে যাওয়ার আঁতোয়া গ্রিজম্যান বলছেন, আর্জেন্টিনার বিপক্ষে কাজটা তাদের জন্য হবে ভীষণ কঠিন। কোচ দিদিয়ের দেশম মনে করছেন, চার বছর আগের আর্জেন্টিনার সঙ্গে বর্তমান দলটির অনেক ফারাক। 

এবারের বিশ্বকাপের চমক মরক্কো রক্ষণের শক্তি দিয়ে স্পেন, পর্তুগাল, বেলজিয়ামের মতো দলকে পেছনে ফেলে এসেছে। প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠেই ইতিহাস গড়েছে তারা। তবে শক্তিধর ফরাসীদের বিপক্ষে আর পেরে উঠা সম্ভব হয়নি। ২-০ গোলে জিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা জানিয়ে দিয়েছে নিজেদের সামর্থ্য। 

বিশ্বকাপ ইতিহাসে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার নজির আছে ইতালি ও ব্রাজিলের। এই দুই দলের সঙ্গে নাম লেখানোর সুযোগ ফরাসিদের। তবে ফাইনালে প্রতিপক্ষের কারণে কাজটা যে কত কঠিন জানেন গ্রিজম্যান। 

মরক্কোকে হারানোর পর সংবাদ সম্মেলনে গ্রিজম্যান জানান তারা পড়তে যাচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জে, 'যেকোনো দলেরই মেসিকে নিয়ে খেলা ভিন্ন ব্যাপার। আর্জেন্টিনা যেসব ম্যাচ খেলেছে আমরা দেখেছি, আমরা জানি তারা কীভাবে খেলে, তারা খুবই কঠিন প্রতিপক্ষ তাদের দেখে ফর্মের তুঙ্গে মনে হচ্ছে। শুধু মেসিই না, তাকে ঘিরে পুরো দলটি শক্তিশালী।' 

এবার কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক খেলা দেখতে গিয়েছেন আর্জেন্টিনা থেকে। জনপ্রিয় দলটির বিপক্ষে খেলতে গেলে গ্যালারির প্রবল জনস্রোতের তোড়ও সামলাতে হবে, সেটাও আছে ফরাসী ফরোয়ার্ডের মাথায়,  'আমরা জানি এটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে, তারা দর্শকদের সমর্থনও পাবে।' 

'আমরা কাল থেকে প্রস্তুতি শুরু করব, দেখা যাক কীভাবে তাদের আঘাত করতে পারি। আমরা খুব ভালো প্রস্তুতি নেব।' 

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপ জেতার পথে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায় ফ্রান্স। তবে আর্জেন্টিনার সেই দল আর এই দলের মধ্যে অনেকখানি তফাৎ দেখেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। লিওনেল স্কালোনির অধীনে যে আর্জেন্টিনাকে নিয়ে আলাদা চিন্তা কাজ করছে দেশমের। সেই সঙ্গে মেসির দুর্দান্ত ছন্দও ভাবাচ্ছে তাকে,  'টুর্নামেন্টের শুরু থেকে লিওনেল মেসি দুরন্ত ছন্দে আছে। চার বছর আগে ভিন্ন ব্যাপার ছিল' 

'সে আমাদের বিপক্ষে সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলেছিল, যাতে আমরা অবাক হয়েছিলাম। এখন সে সেন্টার ফরোয়ার্ডের পেছনে থাকছে।। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং সেটা সে দেখাচ্ছে।'

'আমরা মেসির হুমকি থামানোর চেষ্টা করব, ম্যাচে তার প্রভাব কমানোর চেষ্টা করব। চার বছর আগের আর্জেন্টিনা আর এই দলটির মধ্যে তফাৎ।' 

 

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

3h ago