বিশ্বকাপ ব্যর্থতায় বরখাস্ত হলেন পর্তুগাল কোচ

fernando santos

কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাবার পর কোচদের চাকরি হারানো কিংবা দায়িত্ব ছাড়ার ঘটনা হয়ে পড়েছে স্বাভাবিক। মরক্কোর বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পর বিদায় নিয়েছিলেন স্পেনের কোচ লুইস এনরিকে। ব্রাজিল ও নেদারল্যান্ডসের বিদায়ের পর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিতে ও লুইস ভন হাল। এবার পর্তুগাল ম্যানেজার ফার্নান্দো সান্তোসকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল দেশটির ফুটবল ফেডারেশন।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সঙ্গে ইউরো ২০২৪ পর্যন্ত চুক্তি ছিল সান্তোসের। ৬৮ বছর বয়সী এই কোচ ২০১৪ সালের অক্টোবরে ক্রিস্তিয়ানো রোনালদোদের দায়িত্ব নেন। পর্তুগালকে ২০১৬ ইউরো ২০১৯ উয়েফা নেশন্স নেশন্স লিগের শিরোপা জেতান তিনি। সান্তোসের অধীনে ১০৯ ম্যাচ খেলে ৬৮টিতে জয় পেয়েছে সেলেসাও দাস কুইনাসরা। ২১টি ড্রর বিপরীতে হার ২০টি ম্যাচে। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে এফপিএফ জানিয়েছে, 'জাতীয় দলের প্রধান হিসেবে ফার্নান্দো সান্তোসের মতো একজন কোচ ও মানুষকে পাওয়াটা সম্মানের। আটটি অসাধারণ বছর সেবা প্রদান করার জন্য এফপিএফ ফার্নান্দো সান্তোস ও তার টেকনিক্যাল টিমকে ধন্যবাদ জানাচ্ছে এবং এটাও বিশ্বাস করে পর্তুগিজরাও তাকে ধন্যবাদ জানাতে চায়। এফপিএফ বোর্ড এখন জাতীয় দলের নতুন কোচ খোঁজার কাজ শুরু করবে।'

তারকাখচিত দল নিয়েই কাতারে পাড়ি জমিয়েছিল পর্তুগাল। গ্রুপ পর্ব ও শেষ ষোলো সফলভাবে পার করলেও কোয়ার্টার ফাইনালে আফ্রিকান দল মরক্কোর সঙ্গে আর পেরে উঠেনি সান্তোসের দল। ফলে খালি হাতে বিদায় নিতে হয় রোনালদো-ব্রুনো ফার্নান্দেসদের। এরপরই উঠে পর্তুগিজদের ২০১৬ ইউরো জেতানো কোচের দায়িত্ব ছাড়ার গুঞ্জন। 

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ঘানা ও উরুগুয়েকে হারানোর পর শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে যায় পর্তুগাল। তবে শেষ ষোলোতে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে পা রাখে কোয়ার্টার ফাইনালে। কিন্তু শক্তির বিচারে পিছিয়ে থাকা মরক্কোর বিপক্ষে হেরে বসে সান্তোসের দলে। নকআউটের শেষ দুটি ম্যাচে রোনালদোকে শুরুর একাদশ থেকে বাদ দিয়েছিলেন এই কোচ। এই সিদ্ধান্তে তৈরি হয় অনেক আলোচনা-সমালোচনা। 
 

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

4h ago