চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের ধাক্কা লাগল আফগানিস্তান দলেও

AM Ghazanfar
আফগান রহস্য স্পিনার এম গজনফর

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একের পর এক চোটের খবর। অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে হারিয়েছে তাদের সেরা কজন তারকাকে। এবার চোটের ধাক্কা খেল আফগানিস্তানও। পিঠের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন রহস্য স্পিনার এম গাজানফার।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বুধবার এই খবর নিশ্চিত করেছে। এর আগে দলটি অভিজ্ঞ অফ স্পিনার মুজিব উর রহমানকেও হারায়। গাজানফারের বদলে বাঁহাতি স্পিনার নাঙ্গেয়াল খারুতিকে দলে নিয়েছে তারা। ২০ বছর বয়েসী তারকার ঝুলিতে আছে ৭টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা।

বিবৃতিতে এসিবি বলে, 'আফগানিস্তানের তরুণ স্পিন সেনসেশন এম গাজানফার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন। তার এল ৪ ভার্টেব্রাতে চিড় আছে।'

'সম্প্রতি হওয়া জিম্বাবুয়ে সফরে এই চোট পান গাজানফার। চোটের কারণে কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে এই স্পিনারকে।'

'খারুতে রিজার্ভ তালিকায় ছিলেন, তাকে মূল স্কোয়াডে যুক্ত করা হয়েছে। পুরোপুরি সেরে না উঠায় মুজিবকেও পাওয়া যাচ্ছে না।'

২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করে আফগানিস্তান। 'বি'  গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

আফগানিস্তান স্কোয়াড: হাসমতুল্লাহ শহিদি, ইব্রাহিম জাদরান, রাহামনুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অতল, রহমত শাহ, ইকরাম আকিলি, গুলবদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়াল খারুতি, নূর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক, নাবীদ জাদরান।

রিজার্ভ- দারবিশ রাসুলি, বিলাল সামি। 28 February - Afghanistan vs Australia, Lahore

Comments