ফাইনালের অনুষ্ঠানে কেন ছিলেন না পিসিবি প্রধান?

সদ্য সমাপ্ত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। তবে হাইব্রিড মডেলে হওয়া এই আসরের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

গতকাল রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তার সঙ্গে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সভাপতি রজার বিনি ও সেক্রেটারি দেবজিত সাইকিয়াও ছিলেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর রজার টুজকে দেখা যায় মঞ্চে। পাকিস্তানের কোন প্রতিনিধিকে সেখানে না দেখে অবাক হয়েছেন অনেকেই। সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার ও ওয়াসিম আকরাম বিস্ময় প্রকাশ করে পাকিস্তানি কোন প্রতিনিধি না থাকা নিয়ে প্রশ্ন তুলেন।

ওয়াসিম এক আলোচনায় বলেন,  'আমি যতটা জানি চেয়ারম্যান সাব (পিসিবি চেয়ারম্যান নাকবি) অসুস্থ ছিলেন। কিন্তু পিসিবির পক্ষ থেকে সুমাইর আহমেদ ও উসমান ওহলা ছিলেন। কিন্তু তাদেরও মঞ্চে দেখা গেল না। আমরা আয়োজক ছিলাম, তাই না? কীভাবে সিওও অথবা পিসিবির কোন প্রতিনিধি মঞ্চে ছিলেন না? তারা কি আমন্ত্রিত নন? আমি জানি না কাহিনী কি?'

শোয়েবের কণ্ঠেও একই সুর,  'ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। পুরস্কার বিতরণী আয়োজনে একটা অদ্ভুত ব্যাপার ছিল, অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ উপস্থিত ছিলেন না। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল, কিন্তু পাকিস্তানের কোনও প্রতিনিধি সেখানে দাঁড়িয়ে ছিলেন না।'

'ট্রফি উপহার দেওয়ার জন্য কেউ সেখানে ছিল না। এটা আমার কাছে অসম্ভব। একবার ভাবুন তো। টুর্নামেন্টটি আমরাই আয়োজন করেছিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা দেখে খুব খারাপ লাগছে।'

পিসিবি প্রধানের না থাকার বিষয়ে সংবাদ সংস্থা পিটিআইকে একটি সূত্র বলেছে, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে পূর্বের প্রতিশ্রুতি থাকায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দুবাইয়ে যেতে পারেননি। কিন্তু ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছিল।'

দুবাইয়ে পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে। কিন্তু তাকে অনুষ্ঠানে ডাকা হয়নি। সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, ভুল বোঝাবুঝি কিংবা অনুষ্ঠান আয়োজনে জড়িত ছিলেন যারা তাদের সঙ্গে যোগাযোগে ঘাটতির কারণে তিনি বাদ পড়েছেন সম্ভবত।

বিসিসিআই সভাপতি বিনি শিরোপা জেতা ভারতীয় দলের সদস্যদের সাদা জ্যাকেট পরিয়ে দেন। ম্যাচ অফিসিয়ালদের পদকও তুলে দেন তিনি। আর রোহিত শর্মার দলকে মেডেল ও ট্রফি তুলে দেন আইসিসি চেয়ারম্যান জয়।

Comments

The Daily Star  | English

Soybean oil prices hiked by Tk 14 per litre

Branded bottled soybean oil will be Tk 189 a litre and non-branded loose Tk 169

2h ago