আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি: শান্ত

Bangladesh Cricket Team

২০১৭ সালের সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিলো বাংলাদেশ। এখন পর্যন্ত এটাই দলটির সেরা অর্জন। তবে এবার এসব কিছু ছাপিয়ে নতুন ইতিহাস লিখতে চান নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

এমনিতে আইসিসি বৈশ্বিক আসরে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার সেমিফাইনাল খেললেও সেখানে ভূমিকা ছিলো বৃষ্টির। এর বাইরে ওয়ানডে বিশ্বকাপে কখনই তিনটার বেশি ম্যাচ জেতেনি বাংলাদেশ।

আইসিসির বাইরে এশিয়া কাপেও কখনো শিরোপা জেতা হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। এমনিতে সমীহ করার মতন দল হলেও শিরোপা জেতার লড়াইয়ে বাংলাদেশকে বিশেষজ্ঞরাও কখনো রাখে না।

লক্ষ্যের কথা জানাতে অনেকবারই একটি রক্ষণশীল ভঙ্গিতে জবাব দিতে দেখা গেছে বাংলাদেশের অধিনায়কদের। এবার শান্ত বেশ সাহস নিয়েই বললেন বড় স্বপ্নের কথা।

বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে দেশে শেষ দিনের অনুশীলনের আগে গণমাধ্যমকে শান্ত জানান তাদের সেই সক্ষমতা আছে,  'আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি।'

এরপর তিনি যোগ করেন, 'এখানে যে আটটা দল আছে, সবাই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়া। এই আটটা কোয়ালেটি টিম। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে। বাড়তি চাপের কথা, আমার মনে হয় না কেউ বাড়তি চাপ অনুভব করে। কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনেপ্রাণে, সবাই এটাই বিশ্বাস করে আমাদের ওই সক্ষমতা আছে। আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন আমরা জানি না।'

আট দলের আসরে চ্যাম্পিয়ন হতে বাংলাদেশ দল সব রকম প্রস্তুতি নিয়েই যাচ্ছে বলেও জানান শান্ত,  'আমার কাছে মনে হয় আমরা ওইভাবে মেহনত করছি, আমাদের সততার সঙ্গে কাজ করছি। এবং প্রতিটা খেলোয়াড় বিশ্বাস করি আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো।'

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। 'এ' গ্রুপে এরপর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে আছে বাকি দুই ম্যাচ। সেমিফাইনালে যেতে হলে থাকতে হবে সেরা দুইয়ে।

Comments

The Daily Star  | English

Pahela Baishakh sales better this year

In previous years, Baishakh celebrations and the purchase of new dresses accounted for an estimated one-fourth of annual sales by local fashion outlets.

10h ago