যে কারণে পাকিস্তানকে জিততে দেখতে চান সাবেক ভারতীয় ক্রিকেটার

india vs pakistan

ভারত-পাকিস্তানের লড়াই ঘিরে উত্তাপ থাকে চরমে। এই ম্যাচটা কেউই হারতে চায় না। দুই দলের ক্রিকেটার, সমর্থক তো বটেই সাবেক ক্রিকেটারদের মধ্যেও থাকে ঝাঁজ। সেদিক থেকে বেশ ব্যতিক্রমী অবস্থান নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসান। তিনি বলছেন, আসছে লড়াইয়ে পাকিস্তান জিতলেই বরং লড়াই জমবে।

রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দুবাইতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুই দলের অবস্থা বিপরীতমুখী। প্রথম ম্যাচে বাংলাদেশকে অনায়াসে হারিয়ে স্বস্তিতে ভারত। অন্য দিকে উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে কোণঠাসা অবস্থা পাকিস্তানের।

টুর্নামেন্টে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে পাকিস্তানকে জিততেই হবে। পাকিস্তান হেরে গেলে টুর্নামেন্টের উত্তাপও যেন মিলিয়ে যাবে অনেকটা। এই চিন্তাতেই এবার ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় চান অতুল। যাতে করে টিকে থাকে আসরের আকর্ষণ, সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, 'আমি চাই পাকিস্তান জিতুক কারণ টুর্নামেন্টের দিক থেকে এটি মজাদার হবে। যদি আপনি পাকিস্তান না জিতে, তাহলে আপনি কী করবেন (আলোচনা)? যদি পাকিস্তান জিততে পারে, তাহলে জম্পেশ লড়াইয়ে পরিণত হয়। সমান লড়াই হওয়া উচিত।'

অতুলের কথা নিশ্চিতভাবেই পছন্দ করবেন না রোহিত শর্মারা। টুর্নামেন্টের স্বার্থের চেয়ে নিজেদের এগিয়ে যাওয়ার স্বার্থটাই তারা দেখবেন বেশি।

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দফায় মুখোমুখি হয়েছিলো ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে ভারত জিতলেও ফাইনালে গিয়ে হেরেছিলো। এবার গ্রুপ পর্বে জিতেছে। দুই দলের আরেকবার দেখা হতে হলে দুই দলকেই উঠতে হবে ফাইনালে। পাকিস্তান রোববার হেরে গেলে কার্যত সেই সম্ভাবনা শেষ হয়ে যাবে।

 

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

13h ago