‘ওয়ানডে থেকে অবসর নিচ্ছি না’, হাসতে হাসতে বললেন রোহিত

Rohit Sharma

 সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চাইছিলেন ভবিষ্যৎ পরিকল্পনা কি? রোহিত শর্মা জানান আপাতত তার কোন পরিকল্পনা নেই, সব কিছু যেমন চলছে তেমনই চলবে। প্রশ্নের ভেতরের আসল প্রশ্ন বুঝতে পেরে এরপর ভারত অধিনায়ক দেন আসল জবাব, 'এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না।'

৩৭ পেরিয়েছেন রোহিত। আরও একটি আইসিসি আসর খেলে ফেলার পর তার অবসরের আলোচনা স্বাভাবিক। পরের আইসিসি আসর ২০২৭ সালে, তখন তার বয়স ৩৯ পেরিয়ে যাবে। তার ফিটনেস, এক ঝাঁক তরুণ ওপেনারদের চাপ মিলিয়ে তিনি বাকিদের জন্য পথ মেলে সরে যাবেন কিনা এই প্রশ্ন অমূলক নয়।

তবে আপাতত সকল গুঞ্জনে জল ঢেলে দিয়ে হাসতে হাসতে তিনি জানান, 'আরেকটা কথা। আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না। আবার যেন বাড়তি কোন গুজব না ছড়ায় সেজন্য এটা নিশ্চিত করলাম।'

রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের জয়ের নায়ক রোহিত। পুরো আসরে ঠিক সেভাবে জ্বলে উঠতে না পারলেও ফাইনালে ২৫২ রান তাড়ায় তিনিই বেধে দেন সুর। ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে হল ম্যাচ সেরা। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত।

রোহিতই ক্রিকেট ইতিহাসে একমাত্র অধিনায়ক যিনি আইসিসির চারটি ভিন্ন আসরে দলকে তুলেন ফাইনালে, যার মধ্যে দুটিতে জেতেন ট্রফি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি। এর মাঝে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হারের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারেন তিনি।

রোহিত জানান, চারটা ফাইনাল খেলা প্রমাণ করে তারা কতটা ধারাবাহিক,  'এই দলের অধিনায়কত্ব করতে পেরে আমি সত্যিই গর্বিত। চারটা আসরে ফাইনাল খেলা সত্যিই দারুণ, এটা প্রমাণ করে আমরা কতটা ধারাবাহিক দল।'

Comments

The Daily Star  | English

Khaleda leaves London for Dhaka in air ambulance

Fakhrul urges BNP supporters to keep roads free, ensure SSC students can reach exam centres

5h ago