চ্যাম্পিয়ন্স ট্রফি

লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে কেন বাজল ভারতের জাতীয় সংগীত? 

Australia Team

শনিবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের পালায় ভুল করে ভারতের জাতীয় সংগীত বেজে উঠেছিল। কয়েক সেকেন্ডের মধ্যে ভুল সংশোধন হলেও তা সবার নজর এড়ায়নি। এই নিয়ে সমালোচনার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড ব্যাখ্যা চেয়েছে আইসিসির কাছে।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে যুক্তরাজ্যের জাতীয় সংগীত কোন ঘটনা ছাড়াই বেজেছে। এরপর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সুরের বদলে ভারতের জাতীয় সংগীতের রেকর্ডিং শোনা যায়। পরক্ষণেই অবশ্য সেটি বন্ধ ও পরিবর্তন করা হয়।  

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এই ভুল নিয়ে পিসিবি অখুশি৷ পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি আইসিসিকে (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) দায় দিয়েছে।

পিসিবির একজন কর্মকর্তা বলেছেন, এটি একটি আইসিসি টুর্নামেন্ট, জাতীয় সংগীতের প্লেলিস্ট বিতরণ করা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক এই সংস্থার দায়িত্ব। ম্যাচের আগে জাতীয় সংগীত বাজানোর কাজও আইসিসির। 

পাকিস্তানে যেহেতু ভারতের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না, সেহেতু প্লেলিস্টে ভারতের জাতীয় সংগীতের উপস্থিতি নিয়েই সবার আগে প্রশ্ন তুলেছে পিসিবি। 

এর আগে ভারত-বাংলাদেশ ম্যাচের আরেক ঘটনা নিয়েও অভিযোগ করেছিল পিসিবি। দুবাইয়ে আয়োজিত ম্যাচটির সরাসরি সম্প্রচারে চ্যাম্পিয়ন্স ট্রফির যে লোগো ছিল, সেখানে পাকিস্তানের নাম ছিল না। বাকিসব ম্যাচগুলোতে ইভেন্টের নামের সঙ্গে আয়োজক দেশের নাম ছিল। আইসিসি এটিকে কারিগরি ত্রুটি হিসেবে ব্যাখ্যা দিয়েছে পিসিবির কাছে। এদিকে পাকিস্তানে অংশ নেওয়া সব দেশের পতাকা থাকলেও রাখা হয়নি ভারতের পতাকা। এর ব্যাখ্যা হিসেবে জানানো হয়, ভারত যেহেতু পাকিস্তানে গিয়ে কোন ম্যাচ খেলছে না সেজন্য তাদের পতাকা নেই সেখানে। 
 

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

1h ago