সেঞ্চুরিতে পৌঁছেই ম্যাচ শেষ করলেন কোহলি, পাকিস্তানকে হারাল ভারত

ছবি: এএফপি

বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে দুবাইতে রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির 'এ' গ্রুপের ম্যাচে পাকিস্তানকে অনায়াসে ৬ উইকেটে হারাল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের ছুড়ে দেওয়া ২৪২ রানের সাদামাটা লক্ষ্য তারা পেরিয়ে গেল ৪৫ বল হাতে রেখে। টানা দুই জয়ে জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে এক পা দিয়ে ফেলল রোহিত শর্মার দল। অন্যদিকে, আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন মোহাম্মদ রিজওয়ানরা টানা দুই হারে পৌঁছে গেল ছিটকে যাওয়ার শঙ্কায়।

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারাল ভারত

ম্যাচের শেষদিকে ফল ছাপিয়ে মুখ্য হয়ে উঠল বিরাট কোহলি সেঞ্চুরি পাবেন কিনা। জয়ের জন্য ভারতের যখন দরকার ২ রান, তখন ডানহাতি তারকার চাহিদা ছিল ৪ রানের। পাকিস্তানের বাঁহাতি স্পিনার খুশদিল শাহের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এক্সট্রা কভার দিয়ে চারই মেরে দিলেন তিনি। পূর্ণ হয়ে গেল ওয়ানডেতে কোহলির ৫১তম সেঞ্চুরি। সেজন্য তার লাগল ১১১ বল। তার ঝলমলে ইনিংসে চার সাতটি। অন্যপ্রান্তে অক্ষর প্যাটেল অপরাজিত থাকলেন ৪ বলে ৩ রানে।

আগামীকাল রাওয়ালপিন্ডিতে 'এ' গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সেখানে বাংলাদেশ হারলে ভারত ও নিউজিল্যান্ড দুই দলই পৌঁছে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে। বিদায় ঘণ্টা বেজে যাবে বাংলাদেশ ও পাকিস্তানের।

টিকলেন না হার্দিক

জয়ের খুব কাছে থাকা অবস্থায় টানা দুই ওভারে দুই উইকেট পড়ল ভারতের। শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের তালুবন্দি হলেন হার্দিক পান্ডিয়া। ৬ বলে তার রান ৮। ৪০ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২২৩ রান। বাকি ৬০ বলে আর ১৯ রান চাই তাদের।

অবশেষে ক্যাচ নিতে পারল পাকিস্তান

আগের দুটি তুলনামূলক সহজ ক্যাচ ফেলার পর অবশেষে বল হাতে জমাতে পারল পাকিস্তান। খুশদিল শাহের বলে এক্সট্রা কভারে অসাধারণ ক্যাচ নিয়ে শ্রেয়াস আইয়ারকে বিদায় করলেন ইমাম উল হক। ৬৭ বলে ৫৬ রান করতে শ্রেয়াস মারেন পাঁচটি চার ও একটি ছক্কা। তার আউটে ভাঙল বিরাট কোহলির সঙ্গে ১২৮ বলে ১১৪ রানের তৃতীয় উইকেট জুটি। ৩৯ ওভারে ভারতের রান ৩ উইকেটে ২১৫। সেঞ্চুরির সুবাস পেতে থাকা কোহলির সঙ্গী হলেন হার্দিক পান্ডিয়া।

কোহলির পর ফিফটি ছুঁলেন শ্রেয়াস

ওয়ানডে ক্যারিয়ারের ২১তম ফিফটির স্বাদ নিলেন শ্রেয়াস আইয়ার। তাকে খেলতে হলো ৬৩ বল। ৩৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ২০১ রান। অন্যপ্রান্তে কোহলি অপরাজিত আছেন ৯২ বলে ৮১ রানে।

ভারতের দুইশ

১৮তম ওভারে দলীয় শতরান পূর্ণ করা ভারতের সংগ্রহ ২০০ স্পর্শ করল ৩৬তম ওভারে। বিরাট কোহলি ৯১ বলে ৮১ ও শ্রেয়াস আইয়ার ৫৮ বলে ৪৯ রানে খেলছেন। একইসঙ্গে পূর্ণ হলো তাদের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটির শতক। সেজন্য লাগল ১১১ বল। ৮৪ বলে হাতে ৮ উইকেট নিয়ে ভারতের দরকার আর ৪২ রান।

শ্রেয়াসের ক্যাচ ছাড়লেন শাকিল

উইকেট নেওয়ার আরেকটি সুযোগ হাতছাড়া করল পাকিস্তান। শুবমান গিলের পর তারা ফেলল শ্রেয়াস আইয়ারের ক্যাচ। খুশদিল শাহের বলে মিডউইকেটে শ্রেয়াসের ক্যাচ সৌদ শাকিলের হাতের ফাঁক দিয়ে চলে গেল। উল্টো এলো ২ রান। ব্যক্তিগত ২৫ রানে বাঁচলেন শ্রেয়াস। ৩০ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৬০ রান। বাকি ১২০ বলে মাত্র ৮২ রান দরকার তাদের। অর্থাৎ জয়ের সুবাস পাচ্ছে দলটি।

কোহলির ৭৪তম ফিফটি

নাসিম শাহকে চার মেরে ফিফটি পূর্ণ করলেন বিরাট কোহলি। ওয়ানডেতে এটি তার ৭৪তম হাফসেঞ্চুরি। ২৭ ওভারে ভারতের রান ২ উইকেটে ১৩৬। কোহলি ৬৫ বলে ৫৩ ও শ্রেয়াস আইয়ার ৩০ বলে ১৪ রানে ক্রিজে আছেন। শক্ত অবস্থানে থাকা ভারত রয়েছে পাকিস্তানকে হারানোর কক্ষপথে। বাকি ২৩ ওভারে তাদের চাই আর ১০৬ রান। হাতে আছে ৮ উইকেট। পাকিস্তানের বোলাররা পারছেন না সুবিধা করতে।

আবরারের অসাধারণ ডেলিভারিতে বোল্ড গিল

১৮তম ওভারে প্রথম বলে ভারতের দলীয় শতরান পূর্ণ হলো। এরপর এক বলের ব্যবধানে আউট হয়ে গেলেন ওপেনার শুবমান গিল। তিনি পরাস্ত হলেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদের অসাধারণ একটি ডেলিভারিতে। লেগ স্টাম্পে পড়ে টার্ন করে ভেতরে ঢোকা বলে হলেন বোল্ড। ৫২ বলে সাতটি চারে গিলের রান ৪৬। এতে ভাঙল ৭৫ বলে ৬৯ রানের দ্বিতীয় উইকেট জুটি। ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ১০২। ক্রিজে বিরাট কোহলির সঙ্গী শ্রেয়াস আইয়ার।

টেন্ডুলকারকে টপকে ১৪ হাজারে দ্রুততম কোহলি

শচিন টেন্ডুলকারকে টপকে ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে হারিস রউফকে চার মেরে তিনি পৌঁছে গেলেন মাইলফলকে। ১৪ হাজারে ঢুকতে কোহলির লাগল ২৮৯ ইনিংস, ভারতের কিংবদন্তি তারকা টেন্ডুলকার ছুঁয়েছিলেন ৩৫০ ইনিংসে। কোহলি এদিন মাঠে নেমেছিলেন মাইলফলক থেকে ১৫ রান দূরে থাকতে।

গিলের ক্যাচ ফেলে দিলেন খুশদিল

ছন্দে থাকা ভারতের ওপেনার শুবমান গিলকে ফেরানোর সুযোগ পেল পাকিস্তান। পেসার হারিস রউফের করা একাদশ ওভারের চতুর্থ বলে মিড উইকেটে সোজাসুজি ক্যাচ গেল। কিন্তু তা হাতে জমাতে ব্যর্থ হলেন খুশদিল শাহ। ব্যক্তিগত ৩৫ রানে জীবন পেলেন গিল। ১১ ওভারে ভারতের রান ১ উইকেটে ৬৭।

রোহিতকে বিপজ্জনক হতে দিলেন না শাহিন

পঞ্চম ওভারের শেষ বলে সাফল্য পেল পাকিস্তান। থামল ভারতের উড়ন্ত উদ্বোধনী জুটি। আগের বলে চার হজমের পর ভেতরে ঢোকা ইয়র্কারে রোহিত শর্মাকে বোল্ড করে দিলেন শাহিন শাহ আফ্রিদি। ভারতের অধিনায়ক ১৫ বলে ২০ রান করলেন ৩ চার ও ১ ছক্কায়। ৫ ওভারে ভারতের রান ১ উইকেটে ৩১। ক্রিজে শুবমান গিলের সঙ্গী হলেন বিরাট কোহলি।

ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিল পাকিস্তান

মাঝপথে আশা জাগালেও পাকিস্তানের পুঁজি থামল আড়াইশর নিচে। তৃতীয় উইকেটে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ১০৪ রানের জুটি ভাঙার পর পথ হারাল দলটি। দুর্দান্ত বোলিং আক্রমণ নিয়ে চেপে ধরে চিরপ্রতিদ্বন্দ্বীদেরকে ২৪১ রানে গুটিয়ে দিল ভারত। টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের ইনিংস টিকল ৪৯.৪ ওভার।

স্বাগতিকদের পক্ষে ৭৬ বলে সর্বোচ্চ ৬২ রান করেন শাকিল। অধিনায়ক রিজওয়ানের ব্যাট থেকে ৭৭ বলে আসে ৪৬ রান। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া খুশদিল শাহ থামেন ৩৯ বলে ৩৮ রানে। টানা তিনটি ডট দেওয়ার পর হার্শিত রানার বলে বিরাট কোহলিকে ক্যাচ দেন তিনি।

পাকিস্তান শেষ ৮ উইকেট হারায় ৯০ রানে। ভারতের পক্ষে ৪০ রানে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। ২ উইকেট পান হার্দিক পান্ডিয়া ৩১ রানে।

রানআউট হলেন রউফ

রানআউট হয়ে থামলেন হারিস রউফ। ডাবল নেওয়ার চেষ্টায় পরাস্ত হলেন তিনি। অক্ষর প্যাটেলের নিখুঁত থ্রো ধরে স্টাম্প ভেঙে দিলেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। রউফের রান ৭ বলে ৮। পাকিস্তান হারাল নবম উইকেট।

কুলদীপের তৃতীয় শিকার নাসিম

রান বাড়ানোর চেষ্টায় আউট হলেন নাসিম শাহ। কুলদীপ যাদবের তৃতীয় শিকার হলেন তিনি। লংঅনে সহজ ক্যাচ নিলেন বিরাট কোহলি। ১৬ বলে একটি চারে নাসিমের সংগ্রহ ১৪ রান। ৪৭ ওভারে পাকিস্তানের রান ৮ উইকেটে ২২২। ২৮ বলে ২৭ করা খুশদিল শাহের সঙ্গে ক্রিজে আছেন হারিস রউফ।

জোড়া উইকেট নিলেন কুলদীপ

দ্রুত ৩ উইকেট খোয়ানো পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় লাগল বড় ধাক্কা। ৪৩তম ওভারে জোড়া উইকেট নিলেন কুলদীপ যাদব। ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার চতুর্থ বলে ক্যাচ বানালেন সালমান আলি আগাকে। পরের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লেন শাহিন শাহ আফ্রিদি। সালমানের বিদায়ে ভাঙল খুশদিল শাহের সঙ্গে ৩৯ বলে ৩৫ রানের ষষ্ঠ উইকেট জুটি। তার রান ২৪ বলে ১৯। শাহিন পেলেন গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ। ওভার শেষে পাকিস্তানের রান ৭ উইকেটে ২০০।

টিকলেন না তাহির

দলীয় মাত্র ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ল পাকিস্তান। তাদেরকে চেপে ধরেছে ভারত। শতরানের জুটি গড়ে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল থামার পর টিকলেন না তাইব তাহির। রবীন্দ্র জাদেজার টার্ন করে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে স্টাম্প হারালেন তিনি। ৬ বলে তার রান ৪। পাকিস্তানের সংগ্রহ ৩৭ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান। ক্রিজে আছেন সালমান আলি আগা ও খুশদিল শাহ।

হার্দিকের দ্বিতীয় শিকার শাকিল

সঙ্গী হারিয়ে টিকলেন না সৌদ শাকিল। মোহাম্মদ রিজওয়ান ফেরার ১১ বলের মধ্যে তিনিও আউট হলেন। দুই থিতু ব্যাটারকে হারিয়ে ফেলল পাকিস্তান। আগের ওভারেই অক্ষর প্যাটেলের বলে জীবন পান শাকিল। ওয়াইড মিডঅনে তার ক্যাচ লুফে নিতে পারেননি কুলদীপ যাদব। কিন্তু এরপর আর মাত্র তিন বল মোকাবিলা করেই বিদায় নিলেন বাঁহাতি ব্যাটার। হার্দিক পান্ডিয়ার বলে ডিপ মিডউইকেটে ক্যাচ নিলেন অক্ষর প্যাটেল। ৭৬ বলে পাঁচটি চারে শাকিলের রান ৬২।

জীবন পাওয়ার পরের বলেই আউট রিজওয়ান

সুযোগ কাজে লাগাতে পারলেন না মোহাম্মদ রিজওয়ান। জীবন পেয়ে মুখোমুখি হওয়া পরের বলেই পাকিস্তানের অধিনায়ক ফিরলেন সাজঘরে। ফের ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হলেন তিনি। ভারত পেল গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। ৭৭ বলে তিনটি চারে রিজওয়ানের সংগ্রহ ৪৬ রান। তাকে বিদায় করে ভারত ভাঙল ১৪৪ বলে ১০৪ রানের জুটি। ৩৪ ওভার শেষ পাকিস্তানের রান ৩ উইকেটে ১৫৪। ক্রিজে থিতু থাকা সৌদ শাকিলের সঙ্গী সালমান আলি আগা।

রিজওয়ানের দুরূহ ক্যাচ ফেললেন রানা

জীবন পেলেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের শতরানের জুটি ভাঙার সুযোগ হারাল ভারত। যদিও সেটা ছিল ভীষণ দুরূহ। হার্দিক পান্ডিয়ার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলতে চেয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক। মিডউইকেট থেকে পেছনের দিকে অনেকখানি দৌড়ে বলে হাত ছোঁয়ালেও রাখতে পারলেন না রানা। ব্যক্তিগত ৪৪ রানে বেঁচে গেলেন রিজওয়ান।

দায়িত্বশীল ব্যাটিংয়ে শাকিলের ফিফটি

দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নিলেন বাঁহাতি ব্যাটার সৌদ শাকিল। ওয়ানডেতে এটি তার চতুর্থ ফিফটি। ৬৩ বলে ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করলেন তিনি। তার সঙ্গী অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান রয়েসয়ে খেলছেন ৭১ বলে ৪১ রানে। ৩১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৩৭ রান। শাকিল ও রিজওয়ানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে এসেছে ১৩০ বলে ৯০ রান।

২৬তম ওভারে পাকিস্তানের একশ

দলীয় পঞ্চাশ পূর্ণ করতে ৫৮ বল লেগেছিল পাকিস্তানের। কিন্তু পরের পঞ্চাশ আনতে অনেক সময় লাগিয়ে ফেলল তারা। প্রচুর ডট খেলেছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। সেকারণে দলীয় শতরান স্পর্শ করতে লাগল ১৫৩ বল। অর্থাৎ খুবই ধীরগতির এই পঞ্চাশ এসেছে ৯৫ বলে। তবে লম্বা সময় জড়সড় থাকা দুই ব্যাটার দ্রুত রান তোলার কিছুটা তাড়না দেখাতে শুরু করেছেন। ২৬তম ওভারে কুলদীপ যাদবকে দুটি চার মারলেন শাকিল। আগের ওভারে রবীন্দ্র জাদেজাকে একটি চার হাঁকান রিজওয়ান। ইতোমধ্যে পূর্ণ হয়েছে তাদের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটির ফিফটি। সেজন্য লেগেছে ৯০ বল। ২৬ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ১০৭।

১১-২০ ওভারে পাকিস্তান তুলল মোটে ২৭ রান

বাবর আজম ও ইমাম উল হকের বিদায়ের পর একেবারে খোলসে ঢুকে গেছে পাকিস্তান। ১১-২০ ওভারে কোনো উইকেট না হারালেও স্কোরবোর্ডে মাত্র ২৭ রান জমা করল তারা। ভারতের আঁটসাঁট বোলিংয়ের বিপরীতে এই ১০ ওভারে বাউন্ডারি এসেছে কেবল একটি, সৌদ শাকিলের ব্যাট থেকে। ২০ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ৭৯। শাকিল ৩৪ বলে ২০ ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৩৪ বলে ১৩ রানে ক্রিজে আছেন।

৩২ বল পর এলো বাউন্ডারি

ভারতের বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের বল স্কুপ করে চার মারলেন সৌদ শাকিল। ইনিংসে এটি তার প্রথম বাউন্ডারি। ৩২ বল পর পাকিস্তান পেল বাউন্ডারির দেখা। টানা দুই ওভারে দুই ওপেনারকে হারানোর পর থেকে চাপে আছে তারা। রান তোলার গতি গেছে কমে। ১৬ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান। শাকিল ২৫ বলে ১৫ এবং অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ১৯ বলে ৯ রানে খেলছেন।

রানআউটে থামলেন ইমাম

পরপর দুই ওভারে পাকিস্তানের দুই ওপেনারকে তুলে নিল ভারত। বাবর আজমের পর রানআউট হয়ে সাজঘরে ফিরলেন ইমাম উল হক। চোটে ছিটকে যাওয়া ফখর জামানের জায়গায় সুযোগ পাওয়া ইমাম ধুঁকছিলেন। কুলদীপ যাদবের বল মিডঅনে ঠেলে সিঙ্গেল নিতে চাইলেন তিনি। বাঁহাতি ব্যাটার ক্রিজে পৌঁছানোর আগেই দুর্দান্ত সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দিলেন অক্ষর প্যাটেল। ২৬ বলে ইমামের রান ১০। তিনি কোনো বাউন্ডারি মারতে পারেননি। ১০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান। ক্রিজে দুই নতুন ব্যাটার সৌদ শাকিল ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

সাবধানী শুরুর পর বাবরের বিদায়

সাবধানী শুরুর পর ভাঙল পাকিস্তানের ৪১ রানের উদ্বোধনী জুটি। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নিলেন ওপেনার বাবর আজম। নবম ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়াকে চার মেরেছিলেন তিনি। পরের বলেই প্রতিশোধ নিলেন ভারতের পেসার। বাবরের সংগ্রহ ২৬ বলে পাঁচটি চারে ২৩ রান। ৯ ওভার শেষে পাকিস্তানের রান ১ উইকেটে ৪৭। ক্রিজে আরেক ওপেনার ইমাম উল হকের সঙ্গী সৌদ শাকিল।

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

বাঁচা-মরার লড়াইয়ে ভারতের বিপক্ষে টস ভাগ্য পক্ষে এসেছে পাকিস্তানের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এই ম্যাচে একাদশে বাধ্যতামূলক একটি বদল আনতে হয়েছে তাদেরকে।

চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ফখর জামানের বদলে একাদশে এসেছেন ইমাম উল হক। ভারত তাদের একাদশে কোন বদল আনেনি। বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশই খেলাচ্ছে তারা।

উইকেট কিছুটা শুষ্ক থাকায় আগে ব্যাট করা আদর্শ মনে করছেন রিজওয়ান। টস জিতলে কি নিতেন এমন প্রশ্ন এড়িয়ে যান রোহিত।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হার্শিত রানা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি।

পাকিস্তান একাদশ: ইমাম উল হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, তাইব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Persecuted by Arakan Army, Rohingyas fleeing to Bangladesh

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

2h ago