হেনরিকে কতটা মিস করেছেন স্যান্টনার?

Matt Henry
ম্যাট হেনরি। চোটের কারণে ফাইনাল না খেলতে পারায় চরম হতাশ হন তিনি।

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন নিউজিল্যান্ড দলে। কিন্তু ম্যাট হেনরিকে ছাড়াই ফাইনালের লড়াইয়ে নামতে হয়েছিল কিউইদের। প্রতিপক্ষ ভারত বিবেচনায় নিলে তার অভাব আরও বেশি করে টের পাওয়ার কথা। ডানহাতি এই পেসারকে স্বাভাবিকভাবেই মিস করার কথা বলেছেন মিচেল স্যান্টনার। চোটের কারণে ফাইনাল মিস করা হেনরির জন্য দুঃখবোধ করেছেন ব্ল্যাকক্যাপসদের অধিনায়ক।

রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৪ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। ২৫২ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে রোহিত শর্মার ব্যাটে ৬৪ রান তুলে ফেলেছিল ভারত। শুরুর পর শেষেও হেনরির অভাব বোধ করেছে নিউজিল্যান্ড।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডানহাতি এই পেসারকে নিয়ে স্যান্টনার বলেন, 'সে যেসব পিচে সিম মুভমেন্ট হওয়া উচিত না, সেসব পিচেই মনে হয় তা করতে সক্ষম হয়ে যায়। তো আমরা সেটা আজ মিস করেছি। সে বড় ধরনের টিম ম্যান। (খেলতে না পেরে) খুব বিরক্ত দেখা গিয়েছিল তাকে। এই ম্যাচে নামার আগে সে সর্বোচ্চ উইকেটশিকারি ছিল এবং সে অসাধারণ একজন বোলার।'

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে উইকেটশিকারিদের তালিকায় সবার উপরেই রয়েছেন হেনরি। ৪ ম্যাচে তিনি ১৬.৭০ গড়ে বোলিং করে নিয়েছেন ১০ উইকেট। ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে হেনরির রেকর্ড দুর্দান্ত। ১১ ম্যাচ খেলে ২১ উইকেট পেয়েছেন ২১ গড়ে।

২৫১ রানের পুঁজি নিয়ে ফিল্ডিং করতে নেমেছিল নিউজিল্যান্ড। সাম্প্রতিককালে রোহিত যেমন আগ্রাসী ক্রিকেট খেলেন, কিউইদের দ্রুত তাকে ফেরানো জরুরি ছিল। উইলিয়াম ও'রোর্ক ও ন্যাথান স্মিথ প্রথমবার রোহিতের সামনে মুখোমুখি হয়েছিলেন। নিউজিল্যান্ডের পেস আক্রমণ পেরে উঠেনি ভারতের ওপেনারের সঙ্গে। ৪১ বলেই ফিফটি করে ফেলেন রোহিত, এরপর থেমেছেন ৮৩ বলে ৭৬ রান করে। হেনরির জায়গায় যে স্মিথকে একাদশে এনেছিল নিউজিল্যান্ড, তাকে বোলিং করানো হয়েছে মাত্র ২ ওভার।

ফাইনাল খেলতে না পারা হেনরির জন্য দুঃখবোধ করেছেন স্যান্টনার। বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার বলেন, 'আমাদের মধ্যে এক ধরনের কথাবার্তা এরকম হয়েছে যে, চলো তার জন্য করি। এতদূর এসে গিয়ে তারপর চোটে পড়ে ফাইনালের মঞ্চে না থাকা তার জন্য কঠিন ছিল, আমাদের জন্যও। সে সবকিছু চেষ্টা করেছে এই ম্যাচের জন্য প্রস্তুত হতে। আমাদের জন্য দুঃখজনক ব্যাপার, সে পারেনি।'

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

21h ago