চ্যাম্পিয়ন্স ট্রফি

পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের বিদায়, ভারতকে নিয়ে সেমিতে নিউজিল্যান্ড

Ban vs NZ

বাংলাদেশের জন্য ছিলো বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে না থেকেও পাকিস্তানের জন্যও তাই। বাংলাদেশ জিতলে টিকে রইত পাকিস্তানের আশা। 'এ' গ্রপে সেমিফাইনালের হিসেবটাও ঝুলে রইত। বেরসিক রাচিন রবীন্দ্র তা হতে দিলেন না। তার দারুণ সেঞ্চুরিতে চুকেবুকে গেল সব কিছু। বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দিল কিউইরা। এতে  ভারতকে নিয়ে সেমিফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। আর নিজেরা হেরে পাকিস্তানকে নিয়ে বাদ পড়ল বাংলাদেশ।

সোমবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড জিতেছে ৫ উইকেটে। রাচিনের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৩৬ রান টপকে যেতে বল কম খেলতে হয়েছে তাদের। 

'এ' গ্রুপে ভারত ও নিউজিল্যান্ড দুই ম্যাচ করে জিতে অর্জন করল ৪ পয়েন্ট। বাকি দুই দল বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্টের খাতা শূন্য, কোন ম্যাচই যে জেতেনি তারা। ২৭ ফেব্রুয়ারি অবশ্য দুই দলের এক দল ম্যাচ জিতবে, তবে ওটা দুই দলেরই শেষ ম্যাচ। যারা জিতবে তাদের জন্য তা হবে কেবল সান্ত্বনার। কারণ ম্যাচটা হতে যাচ্ছে স্রেফ নিয়মরক্ষার।

ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ অবশ্য বাকি। সেই ম্যাচ হবে দুবাইতে ২ মার্চ। তা পুরোপুরি নিয়মরক্ষার নয়। দুই দলের লড়াইয়ে ঠিক হবে গ্রুপ সেরা। গ্রুপ সেরা হওয়া দল সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে 'বি' গ্রুপের রানার্সআপ দলকে।

ভারতের সেমিফাইনাল ম্যাচ হবে ৪ মার্চ দুবাইতে। ৫ মার্চ অন্য সেমিফাইনালে খেলবে নিউজিল্যান্ড। আপাতত প্রতিপক্ষের জন্য অপেক্ষা করে প্রস্তুত হবে তারা।

 

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

8m ago