টানা ১৩ ম্যাচে ভারতের টসে হার, রেকর্ড কাদের?

ছবি: এএফপি

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে টস করতে নেমে আবার হেরেছেন রোহিত শর্মা। এ নিয়ে টানা ১৩ ম্যাচে টস ভাগ্য নিজেদের পক্ষে পায়নি ভারত। এতে দলটির অনাকাঙ্ক্ষিত রেকর্ডের ধারাটা কেবল দীর্ঘ হচ্ছে। আগের ম্যাচেই ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি টস হারের বিব্রতকর কীর্তি হয়ে গিয়েছিল ভারতের নামে।

৫০ ওভারের ক্রিকেটে ভারতের সঙ্গে মাত্র একটি দেশ রয়েছে, যারা টানা ১০টির বেশি ম্যাচে টস হেরেছে। ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত সময়ে টানা ১১টি ওয়ানডেতে টসে জয়ের দেখা পায়নি নেদারল্যান্ডস।

সাম্প্রতিককালে এরকম টস নিয়ে অস্বস্তিতে ভুগেছে ইংল্যান্ড। ২০২৩ সালে টানা নয়টি ওয়ানডেতে টস হারের পর অবশ্য ইংলিশদের অপেক্ষা ফুরিয়েছে। একইভাবে ২০১৭ সালে টানা নয়টি ম্যাচে টস হেরেছিল দলটি। 

ভিন্ন সময়ে একই অবস্থা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে অজিরা টানা নয়টি ম্যাচে টস জিততে পারেনি, ক্যারিবিয়ানরা ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে আর আমেরিকানরা ২০২২ সালে।

ভারতের টস পরাজয়ের চলমান ধারা শুরু হয়েছে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে। এরপর ওই বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের সিরিজে টসে জয়শূন্য থেকেছে ভারত। ২০২৪ সালের আগস্টে শ্রীলঙ্কা সফরেও টস ভাগ্য তাদের পক্ষে একবারও আসেনি। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও তাদের একই নিয়তি।

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে এখনও টস জেতার অপেক্ষায় ভারত। এই ১৩ ম্যাচে অবশ্য অধিনায়ক রোহিত একা ছিলেন না। ভারতের এই দুর্ভাগ্যে ভাগ রয়েছে লোকেশ রাহুলেরও। দলনেতা হিসেবে তিনটি ম্যাচে টস হেরেছেন রাহুল, বাকি ১০টি ম্যাচে রোহিত।

ওয়ানডেতে কোনো অধিনায়কের টানা সবচেয়ে বেশি টস হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড চোখ রাঙাচ্ছে রোহিতকে। ১৯৯৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টানা ১২টি ম্যাচে টস জিততে পারেননি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। তার পেছনে টানা ১১টি টস হার নিয়ে আছেন পিটার বোরেন। নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটারের টসের দুর্ভাগ্য ২০১১ সাল থেকে শুরু হয়ে থেকেছে ২০১৩ সাল পর্যন্ত।  এই তিনজন ছাড়া আর কোনো অধিনায়ক ওয়ানডেতে টানা ১০টি টস হারেননি।

সামনে আর দুটি ম্যাচে পরপর টস হেরে গেলে লারাকে ছুঁয়ে ফেলবেন রোহিত। এমনিতেই এমন রেকর্ডে নাম লেখাতে চাইবেন না কেউ। রোহিতের সঙ্গে ভারতের সমর্থকদেরও নিশ্চয়ই মনেপ্রাণে চাওয়া থাকবে, টস ভাগ্যে বদল আসুক। কারণ, ভারতের পরবর্তী ম্যাচ যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ সেমিফাইনাল।

Comments

The Daily Star  | English

Tribunal-2 to be formed to expedite trials: ICT Adviser

Alam did not elaborate on the specific legal amendments or timeline for the formation of the new tribunal

41m ago