চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে হোঁচট খেল অস্ট্রেলিয়া

Cooper Connolly
শর্টের বদলে দলে এসেছেন কুপার কনলি

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমনিতেই সেরা পাঁচ তারকাকে ছাড়া খেলতে এসেছে অস্ট্রেলিয়া। মাঠে নেমে অবশ্য সেই অভাব বুঝতে দেয়নি দলটি। দারুণ ক্রিকেট খেলে সেমিফাইনালে উঠে ফের ধাক্কা খেল অজিরা। এবার চোটে ছিটকে গেছেন ব্যাটার ম্যাথু শর্ট।

সোমবার শর্টের জায়গায় অলরাউন্ডার কুপার কনলিকে দলে নেওয়ার খবর দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের সময় চোট পান শর্ট, মাঠে তাকে বেশ ভুগতে দেখা যায়।

জানা যায়, ফিল্ডিং করার সময় শর্টের কাফ মাসলে চোট লাগে। লাহোরে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগে ওপেনার শর্ট ১৫ বলে ৩ চারে ২০ রান করে। ব্যাট করার সময় তাকে ভুগতে দেখা যায়।

ওই ম্যাচের পর শর্টের অবস্থা নিয়ে চিন্তার কথা জানিয়েছিলেন স্টিভেন স্মিথ, 'আজ রাতে আমরা দেখেছি সে খুব ভালোভাবে নড়াচড়া করতে পারছিল না এবং আমার মনে হয় তার সুস্থ হওয়ার জন্য খেলার মধ্যেকার সময়টা খুব কম হবে।'

শর্ট সেরে উঠতে পারবেন না জেনেই কনলিকে ডেকে আনা হয়েছে।  কনলি এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনটি ওয়ানডে। তিনি একজন বাঁ-হাতি ব্যাটসম্যান, যিনি বাঁ-হাতি স্পিনও করেন।

অস্ট্রেলিয়া যেহেতু ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি খেলবে দুবাইতে, যেখানকার উইকেট হতে পারে মন্থর ঘরানার। সেই কারণে স্পিন শক্তিও বাড়িয়ে নিল তারা।

অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনলি, বেন ডারশুইস, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্ঘা, অ্যাডাম জাম্পা।

Comments

The Daily Star  | English

Enforced disappearance: Life term or death penalty for culprits

Government officials will face death penalty or minimum life sentence if found guilty of causing the death of enforced disappearance victims, according to a draft ordinance unveiled yesterday.

8h ago