দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের সূচি

ছবি: এএফপি

নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 'এ' গ্রুপের সেরা হলো ভারত। তিন ম্যাচের সবকটিতে জিতে তারা পেল পূর্ণ ৬ পয়েন্ট। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তারা মুখোমুখি হবে 'বি' গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার।

রোববার দুবাইতে অনুষ্ঠিত ম্যাচে ৪৪ রানের দারুণ জয় পেয়েছে রোহিত শর্মার দল। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে তারা তোলে ৯ উইকেটে ২৪৯ রান। জবাবে ৪৫.৩ ওভারে কিউইরা গুটিয়ে যায় ২০৫ রানে।

এই হারে 'এ' গ্রুপের রানার্সআপ হলো মিচেল স্যান্টনারের দল। তিন ম্যাচে তাদের অর্জন ৪ পয়েন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে তারা মোকাবিলা করবে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকাকে। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের সেরা হয়েছে প্রোটিয়ারা। সমান ম্যাচে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অজিদের অর্জন ৪ পয়েন্ট।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের সূচি:

তারিখ ম্যাচ সময় ভেন্যু
৪ মার্চ ভারত-অস্ট্রেলিয়া বিকাল ৩টা দুবাই
৫ মার্চ নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা বিকাল ৩টা লাহোর

ভারত ও অস্ট্রেলিয়া যৌথভাবে সর্বোচ্চ দুবার করে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে। এই দুটি দল ২০২৩ সালের সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল। আহমেদাবাদে স্বাগতিক ভারতকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।

১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর ২০০০ সালে পরবর্তী আসর গড়িয়েছিল কেনিয়ায়। সেবার ভারতকে পরাস্ত করে শিরোপা উঁচিয়ে ধরেছিল নিউজিল্যান্ড।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

3h ago