চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল

স্মিথের মতে খেলাটা যেখানে নির্ভর করছে

Steve Smith

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভেন্যুগুলোর ম্যাচ হচ্ছে বড় রানের, দুবাইতে আবার ভিন্ন। অবশ্য এই ধারণা আসর শুরুর আগেই পাওয়া গিয়েছিলো। সাম্প্রতিক সময়ে দুবাইর উইকেটে প্রচুর ম্যাচ হওয়ায় উইকেটে আছে মন্থরতা, যেখানে রাজ করছেন স্পিনাররা। ভারতের বিপক্ষে সেমিফাইনাল মঞ্চে নামার আগে তাই ঘূর্ণি বোলারদের নিয়ে ভাবতেই হচ্ছে স্টিভেন স্মিথকে। অস্টেলিয়া অধিনায়ক মনে করেন, মাঝের ওভারে তারা কেমন স্পিন খেলেন তার উপরই নির্ভর করছে ম্যাচের ফল।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠার লড়াইয়ে নামবে দুই পরাশক্তি ভারত-অস্ট্রেলিয়া। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অজিরা। আরেকটি আইসিসিসি নকআউট ম্যাচের আগে তাই উত্তেজনা তুঙ্গে।

এই ম্যাচের আগে সবচেয়ে আলোচনা হচ্ছে স্পিন নিয়ে। বিশেষ করে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেওয়া লেগ স্পিনার বরুন চক্রবর্তী কাড়ছেন আলাদা মনোযোগ। স্মিথ অবশ্য শুধু বরুন নন, বাকি সবার কথাও বলতে চাইলেন, 'হ্যাঁ, শুধু চক্রবর্তী নয় আমার মনে হয় তাদের বাকি সব স্পিনাররাও মানসম্পন্ন।'

কিউইদের বিপক্ষে ম্যাচের একাদশ যদি ধরে রাখে ভারত তাহলে বরুনের পাশাপাশি খেলবেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা। জাদেজা আর অক্ষর ব্যাটারও হওয়াতেও সুবিধা হয়েছে দলটির।

স্পিন ধরে এমন উইকেটে চারজন বিশেষজ্ঞ স্পিনার যদি মাঝের ওভারে বল করেন সহজ হওয়ার কথা না। স্মিথও মনে করেন এখানেই ঠিক হবে ম্যাচের গতিপথ,  'খেলাটা নির্ভর করবে মাঝের ওভারে আমরা স্পিন কেমন খেলি, আমরা সেখানে কীভাবে এগোই। এটা খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।'

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ যে উইকেটে খেলা হয়েছিলো সেই উইকেটে সেমিফাইনাল হবে না। খেলা হবে পাকিস্তান-ভারত যে উইকেটে হয়েছিল সেখানে। সেই উইকেটও স্পিন ধরবে বলে মনে হচ্ছে স্মিথের, সেজন্য অস্ত্রও তৈরি রাখার কথা জানালেন তিনি, 'দেখে মনে হলো স্পিন থাকবে কিছুটা। আমাদের সেটা প্রতিরোধের অস্ত্র আছে। আমাদের হাতেও কিছু বিকল্প আছে।'

'আমাদের অনিয়মিত বেশ কিছু অপশন আছে। একাধিক ফ্রন্ট লাইন স্পিনার আছে।'

বিশেষজ্ঞ স্পিনার হিসেবে অস্ট্রেলিয়া একাদশে থাকবেন অ্যাডাম জাম্পা। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল, ট্রেভিস হেড, মারনাশ লাবুশানে স্পিন করতে পারেন। অস্ট্রেলিয়া খেলাতে পারে আরেক বিশেষজ্ঞ স্পিনার তানভীর সাঙ্গাকেও।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

3h ago