বিশ্বকাপে সেরা পাঁচ দলের মধ্যে পাকিস্তানকে দেখছেন না যুবরাজ

Yuvraj Singh

সর্বশেষ ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলেছিল ভারত। সেই বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়ে দলকে জিতিয়েছিলেন যুবরাজ সিং। ভারতের বিশ্বকাপ জয়ী এই তারকা আরেকটি বিশ্বকাপের আগে নিজের প্রেডিকশন দিয়েছেন। বিশ্বকাপে সেমির সম্ভাবনায় রেখেছেন পাঁচ দলকে। যেখানে নেই পাকিস্তানের নাম।

সাম্প্রতিক ছন্দ, বড় টুর্নামেন্টে সাফল্য খেলোয়াড়দের মান বিচারে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন প্রায় সবাই। এই তিন দলকে রাখছেন যুবরাজও। ভারত-অস্ট্রেলিয়ার সেমি খেলা নিয়ে তার সংশয় নেই। বাকি দুই জায়গার জন্য যুবরাজ লড়াই দেখছেন তিন দলের।

এক সাক্ষাতকারে বিশ্বকাপ নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী দেন যুবরাজ, 'ভারত-অস্ট্রেলিয়া অবশ্যই সেমিফাইনালে থাকবে। আমি পাঁচটি দলকে সেমি ফাইনালের জন্য সম্ভাবনায় রাখব। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সাদা বলে দক্ষিণ আফ্রিকার একটা ট্রফি দরকার।'

ভারতের এবারের বিশ্বকাপ স্কোয়াড বেশ পছন্দ হয়েছে যুবরাজের। তবে দুটি জায়গায় ঘাটতি দেখছেন তিনি,  'আকসার (প্যাটেল না থাকায় ৭ নম্বরে কে ব্যাট করবে, এটা দেখা দরকার ছিল। ওয়াশিংটন সুন্দর থাকলে সে খেলতে পারত, সেও বাঁহাতি। তাকে দেওয়া হয়নি। যুজভেন্দ্র চেহেলকে নেওয়া হয়নি। এছাড়া দলের সমন্বয় ভালোই।'

দুর্দান্ত ছন্দে থাকা ওপেনার শুভমান গিলের উপর আস্থা গোটা দলের। আগামীতে তিনি বড় তারকা হতে পারেন বলে অনেকেরই অনুমান। তবে যুবরাজ বলছেন আগামী নয়, গিল এখনই বড় তারকা, 'সে আগামীর নয়, এখনই বড় তারকা। ভরডরহীন। দারুণ ছন্দে আছে। সে ম্যাচ বদলে দিতে পারে।'

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

5h ago