হায়দরাবাদ নয়, যেন রাওয়ালপিন্ডিতে খেলেছেন রিজওয়ান

হায়দরাবাদে আসার পর থেকেই উষ্ণ আতিথেয়তা পেয়ে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সেই আতিথেয়তার ছবি ও ভিডিওতে ভরে গেছে সামাজিকমাধ্যম। শুধু মাঠের বাইরে নয়, মাঠেও দারুণ আতিথেয়তা পেয়েছেন পাকিস্তানি খেলোয়াড়রা। গ্যালারীতে বড় অংশের সমর্থন ছিল তাদের পক্ষেই। যেন ঘরের মাঠের আমেজই পেয়েছেন তারা।
মঙ্গলবার আইসিসি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়া এক জয় পেয়েছে পাকিস্তান। এদিন ৩৯ হাজার দর্শক ধারণ ক্ষমতার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারীতে উপস্থিত ছিলেন ২৪ হাজার ১৮১ জন। যার অধিকাংশ সমর্থক চিৎকার করেছেন পাকিস্তানের পক্ষে। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে উপস্থিত ৯০০০ সমর্থকের প্রায় পুরো সমর্থনই পেয়েছেন তারা।
পাকিস্তানি সমর্থকদের এমন সমর্থন পাওয়া দেখে অনেকেই গুঞ্জন চলছে, আসলেই কি তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে খেলছেন? অন্তত পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান মনে করছেন এমন কিছু নয়। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জেতানো অপরাজিত ১৩১ রানের ইনিংস খেলে সংবাদ সম্মেলনে রিজওয়ান বলেছেন, 'আমার মনে হয়েছে আমি রাওয়ালপিন্ডিতে একটা ম্যাচ খেলছি।'
হায়দরাবাদের জনতা মূলত ক্রিকেটকে সমর্থন করেছেন বলেই মনে করেন রিজওয়ান, 'দর্শক আজ যেভাবে ভালোবাসা দিয়েছে, আর শুধু আমাকে নয়, পুরো পাকিস্তান দলকে ভালোবাসা দিয়েছে। আসলে তারা শ্রীলঙ্কাকেও সমর্থন করেছিল। আমি খুশি যে হায়দরাবাদের জনতা ক্রিকেটকে সমর্থন করেছে, শ্রীলঙ্কা এবং আমরা উভয়ই। আমি তাদের সঙ্গে অনেক মজা করেছি।'
বিশ্বকাপে এবার প্রথম দুটি জয় তুলে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে ব্যাটাররা সে অর্থে জ্বলে না উঠলেও আগের তো বিশ্বকাপে নতুন নজির গড়েছেন তারা। বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এখন তাদের। এমন জয়ের পর উজ্জীবিত দলটি এখন নজর দিচ্ছেন স্বাগতিকদের উপর। কারণ পরের ম্যাচেই ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।
'আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছি এবং এখন শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি। আহমেদাবাদে আমাদের পরবর্তী ম্যাচ। আমাদের মধ্যে এখন গতি আছে। আগামীকাল (আসলে শনিবার), আমাদের পরবর্তী ম্যাচ, সবাই জানে এটা ভারতের সঙ্গে। তবে তারাও আসবে তাদের পরিকল্পনা নিয়ে, আমরাও আসব (আমাদের) পরিকল্পনা নিয়ে,' বলেন রিজওয়ান।
Comments